নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই৷৷ অভিযোগ জানানোর পরও সরকারী জমিতে অবৈধভাবে শূকর পালন বন্ধ করতে পারছেনা স্থানীয় তহশিল অফিস৷ এই অভিযোগে তহশিল অফিসের কর্মীদের ভেতরে রেখেই অফিসের দরজায় তালা ঝুলালো ক্ষুব্ধ এলাকাবাসী৷ ঘটনা ফটিকরায় থানাধীন কাঞ্চনবাড়ি চার নম্বর ওয়ার্ডে৷ স্থানীয়দের অভিযোগ, এলাকার বাসিন্দা বিভাষ দাস দীর্ঘদিন ধরেই কাঞ্চনবাড়ি তহশিল অফিস সংলগ্ণ নিজ বাড়ির পাশেই একটি সরকারী জমি দখল করে চালাচ্ছেন শূকরের খামার৷ এর ফলে খামার থেকে নির্গত দূর্গন্ধে অতিষ্ঠ হয়ে উঠেছেন এলাকার মানুষ৷ ঘটনা জানিয়ে মামলা হয়েছে থানায়ও৷ বিগত চার বছর ধরে এই সমস্যা চলে আসলেও নেই এর কোন সুরাহা৷ এলাকার মানুষের অভিযোগ, সম্প্রতি মামলার শুনানিতে বিভাষ দাসের পক্ষেই রায় দেন বিচারক৷ এতে অসন্তোষ্ট অভিযোগকারীরা৷ ক্ষুব্ধ হয়ে তারা কাঞ্চনবাড়ি তহশিল অফিসে হাজির হন এবং অফিসে তালাবন্ধ করে রাখেন তহশিলদার সহ অন্যান্য কর্মীদেরকে৷ দীর্ঘক্ষন আন্দোলনের খবর পেয়ে ছুটে যান ডিসিএম৷ পরে আন্দোলনকারীদের থেকে দুদিনের সময় চেয়ে বিষয়টি মীমাংশার আশ্বাস দিয়ে আন্দোলন প্রত্যাহার করান খোদ ডিসিএম৷