নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই৷৷ বীর বিক্রম ইনস্টিটিউশনের মাঠে ৭৪ তম রাজ্যভিত্তিক বনমহোৎসব অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও বক্সনগর এর বিধায়ক সামসুল হকের মৃত্যুর কারণে বনমহোৎসব বাতিল করা হয়৷ উদ্বোধন করার কথা ছিল রাজ্যের মুখ্যমন্ত্রী মানিক সাহার৷ উনি উপস্থিত হয়েছিলেন ধর্মনগরে৷ কিন্তু সিপিআইএম দলের বক্সনগরের বিধায়ক শামসুল হকের আকস্মিক মৃত্যুর কারণে মুখ্যমন্ত্রী মানিক সাহা অনুষ্ঠানে যোগ দেননি৷ রাজ্যভিত্তিক বন মহোৎসবকে বাতিল ঘোষণা করা হয়৷ অন্যদিকে ধর্মনগর বিবেকানন্দ সার্ধশতবার্ষিকী ভবনে দুপুর একটা নাগাদ ধর্মনগর ফরেস্ট দপ্তরের উদ্যোগে আগর চাষীদেরকে নিয়ে একটি সম্মেলন অনুষ্ঠিত হয়৷ সম্মেলনে উপস্থিত ছিলেন চন্দ্রপ্রকাশ গোয়েল ডিরেক্টর জেনারেল অফ ফরেস্ট ভারত সরকার, এইচ বিজনেস উত্তর জেলা ডিস্ট্রিক্ট ফরেস্ট অফিসার, প্রবীণ আগারওয়াল ডাইরেক্টর এন সি ই সহ অন্যান্যরা৷ আধিকারিকরা গাছে জল ঢেলে অনুষ্ঠানের আনুষ্ঠানিক উদ্বোধন করেন৷ উপস্থিত ছিলেন কামেশ্বর, কালাছড়া কদমতলা, কুর্তি পানিসাগর বিভিন্ন এলাকার সমস্ত আগর চাষিরা৷