কলকাতা, ১৯ জুলাই (হি. স.) : অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ। অসুস্থতার খবর তিনি নিজেই সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন।
তৃণমূল নেতা ফেসবুকে লিখেছেন, ‘ভার্টিগোর প্রবল কামড়। মাথাঘোরা, বমি। দাঁড়ানোর সমস্যা। কুড়ি দিনে দুবার। ওষুধ কাজ করছে না, ইনজেকশন নিয়ে ঘুমোতে হল। এখন হাসপাতালে ভর্তি। পরীক্ষা চলছে। চার পাঁচদিন যোগাযোগের বাইরে থাকতে হবে। আফশোস। কিন্তু শরীর সাড়া দিচ্ছে না।‘এই পোস্টের পরেই নেতার শুভাকাঙ্খিরা তাঁর দ্রুত আরোগ্য কামনা করেছেন। প্রসঙ্গত, ফুটবল ম্যাচে অংশ নিয়েছিলেন কুণাল ঘোষ। সেই সময় তাঁর পায়ে চোট লাগে। জানা গিয়েছিল, তাঁর ফিবুলা হাড় ভেঙে গিয়েছে। এরপর সেটার সার্জারিও করা হয়। তিনি সুস্থ হয়ে রাজনৈতিক ময়দানেও ফিরে গিয়েছিলেন। কিন্তু তারপরই আবার অসুস্থ হয়ে পড়েন কুণাল। বর্তমানে ভার্টিগোর সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তি তৃণমূল নেতা।