নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৭ জুলাই৷৷ খোয়াইয়ে জলে পড়ে মৃত্যু ষাটোর্ধ এক ব্যাক্তির৷ মৃত ব্যাক্তির নাম বাদল দে৷ বাড়ি খোয়াই গনকিস্থিত আসাম রাইফেল ক্যাম্প এলাকায়৷ ঘটনা খোয়াই কড়ইতলা এলাকায়৷ ঘটনার বিবরনে জানা যায়, কড়ইতলা এলাকায় ঐ ব্যাক্তির নিজস্ব পুকুর পাড়ে কাজ করতে গিয়ে পুকুরের পড়ে জলে পড়ে মৃত্যু হয় বাদল দে নামে ঐ ব্যাক্তির৷ ঘটনাটি প্রত্যক্ষ্য করে এলাকাবাসীরা অগ্ণীনির্বাপক দপ্তরে জানালে অগ্ণীনির্বাপক গাড়ি এসে বাদল দে-কে খোয়াই হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক উনাকে মৃত বলে ঘোষনা করেন৷ এদিকে ঘটনার খবর পেয়ে খোয়াই হাসপাতালে ছুটে যায় পরিবারের লোকজন এবং বিজেপি খোয়াই মন্ডলের নেতৃত্বরা৷