BRAKING NEWS

নগাঁওয়ে ঘুসের টাকা নিতে গিয়ে দুর্নীতি দমনের হাতে ধৃত সরকারি কৰ্মচারী

নগাঁও (অসম), ১৭ জুলাই (হি.স.) : অসমে আরও একজন সরকারি কৰ্মচারীকে ঘুসের টাকা নেওয়ার সময় হাতেনাতে ধরেছেন দুৰ্নীতি দমনের আধিকারিকরা। এবার ধরা পড়েছেন নগাঁও জেলার লাওখোয়া এডুকেশন ব্লকের ব্লক এলিমেন্টারি দফতরের জুনিয়র অ্যাসিস্ট্যান্ট বিপুল মেচ।

এক সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে আজ সোমবার দুপুরের দিকে দুৰ্নীতি নিবারক শাখার আধিকারিকরা নগাঁওয়ে জয়শ্ৰী সিনেমা হল-এর সামনে অভিযান চালিয়ে বিপুল মেচকে ৫,০০০ টাকা ঘুস নেওয়ার সময় হাতেনাতে ধরেন।

অভিযোগ, জনৈক কর্মচারীর বদলির আবেদন সংক্রান্ত কাজ করে দেওযার নামে বিপুল মেচ প্ৰথমে ১৫,০০০ হাজার টাকা দাবি করেছিলেন। পরে দর কষাকষি করে টাকার হার ১০ হাজারে কমান তিনি। ওই দশ হাজার টাকার প্রথম কিস্তি হিসেবে আজ ৫,০০০ টাকা নিতে যাচ্ছিলেন তিনি। তখনই দুৰ্নীতি নিবারকের আধিকারিকরা তাকে হাতেনাতে ধরে ফেলেন।

দুৰ্নীতিগ্ৰস্ত কৰ্মচারীর মেচের বিরুদ্ধে অভিযানকারী দল এক মামলা রুজু করে পরবৰ্তী তদন্ত অব্যাহত রেখেছে বলে জানা গেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *