গুয়াহাটি, ১৭ জুলাই (হি.স.) : অসমের বিভিন্ন জেলায় বিপুল পরিমাণের বাজেয়াপ্তকৃত নানা ধরনের মাদকদ্রব্য পুড়িয়ে ধ্বংস করছে প্রশাসন। ধ্বংসকৃত নারকোটিক ড্রাগস অ্যান্ড সাইকোট্রপিক পদার্থগুলির মধ্যে ছিল ৬৪ কিলোগ্রাম হেরোইন, ৫,২৬০ কিলোগ্রাম গাঁজা, ৫০.৯৫৫ শিশি কফ সিরাপ, ২০,৫৭.২৯০ ট্যাবলেট ও ক্যাপসুল, মর্ফিন ৮.৯২৫ কিলোগ্রাম, আফিং ১০,১২৪ কিলোগ্রাম, ব্রাউন সুগার ০.৮৩৪ কিলোগ্রাম, ট্রামাডোল পাউডার ০.৫৩৬ কিলোগ্রাম, সিগারেট ৮০,০০০ প্যাকেট।
যথাযথ পদ্ধতি অনুসরণ ও প্রয়োজনীয় দূষণ নিয়ন্ত্রণ এবং আদালতের অনুমতি সাপেক্ষে আজ সোমবার ইতোপূর্বে বাজেয়াপ্তকৃত মাদক দ্রব্যগুলি অসমের বিভিন্ন জেলার সাধারণ ও পুলিশ প্রশাসনের উদ্যোগে ধ্বংস করা হয়েছে। প্রসঙ্গত, রাজ্যে এনিয়ে পাঁচবার মাদকদ্রব্যের ব্যাপক ধ্বংসযজ্ঞ হয়েছে।
আজ সোমবার নয়াদিল্লিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের পৌরোহিত্যে ‘মাদক চোরাচালান ও জাতীয় নিরাপত্তা’ বিষয়ক আঞ্চলিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। ওই সম্মেলনের মঞ্চ থেকে ভার্চুয়াল পদ্ধতিতে বিভিন্ন রাজ্যে মাদকদ্রব্য ধ্বংস পর্ব দেখেছেন স্বরাষ্ট্রমন্ত্রী শাহ।