নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৬ জুলাই৷৷ আবারো চুরির ঘটনা দক্ষিণ জয়নগর এলাকায়৷ জানা যায় এলাকার বাসিন্দা নির্মল দাস গতকাল সন্ধ্যা রাতে তার স্ত্রীকে নিয়ে শ্বশুর বাড়িতে যান৷ ওই সময় তার বাড়িটি ছিল খালি৷ রবিবার সকালে পাশের বাড়ির লোকজন নির্মল দাসের গেট এবং দরজা খোলা দেখতে পেয়ে বিষয়টি সন্দেহ করেন৷ তারা বাড়িতে প্রবেশ করে চুরির বিষয়টি দেখতে পেয়ে সঙ্গে সঙ্গে বাড়ির মালিক নির্মল দাসকে খবর দেন৷ খবর পেয়ে সঙ্গে সঙ্গে বাড়িতে ছুটে আসে বাড়ির মালিক নির্মল দাস এবং চুরির বিষয়টি দেখতে পেয়ে হতভঙ্গ হয়ে পড়ে৷ খবর দেওয়া হয় এডি নগর থানায়৷ ঘটনাস্থলে ছুটে আসে পুলিশ এবং একটি মামলা হাতে নিয়ে তদন্ত শুরু করেন৷ বাড়ির মালিক নির্মল দাস জানান খালিবাড়ি থাকার কারণে চোরের দল প্রথমে তার বাড়ির গেট ভেঙ্গে বাড়িতে প্রবেশ করে৷ তারপর ঘরের দরজা ভেঙে ঘরেতে প্রবেশ করে এবং ঘরে থাকা একটি বাইসাইকেল, গ্যাস সিলিন্ডার, স্বর্ণ অলংকার সহ ঘরে থাকা ৫০ হাজার টাকা চুরি করে নিয়ে যায়৷ ঘটনার বিবরণ দিতে গিয়ে নির্মল দাস কান্নায় ভেঙে পড়েন৷ তার জীবনে জমানো স্বর্ণালংকার চুরি করে নিয়ে যায় চোরের দল৷ এই ঘটনাকে কেন্দ্র করে এলাকাবাসীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে৷