BRAKING NEWS

বিশ্ব সাপ দিবসের দিনেই সাপের কামড়ে মৃত্যু শিশুর, জখম আরও ২

ক্যানিং, ১৬ জুলাই (হি. স.) রবিবার বিশ্ব সাপ দিবসের দিনেই ভোররাতে ঘুমন্ত অবস্থায় সাপের কামড়ের শিকার হল একই পরিবারের তিন সদস্য। মা সেলিমা সর্দার দুই সন্তান রেশমা(১২) ও হালিমাকে(৬) নিয়ে নিজের বাড়ির মাটির মেঝেতে ঘুমিয়েছিলেন। সেই সময় কালাচ সাপে কামড়ায় হালিমা ও রেশমাকে। সাপের হাত থেকে মেয়েদের বাঁচাতে গেলে কামড় খান মাও।

সাপের কামড়ের পর সাথে সাথে সাথে হাসপাতালে না এসে ওঝা গুণিনের কাছে গিয়ে সময় নষ্ট করেন তাঁরা। একেবারে শেষ মুহূর্তে রবিবার সকালে ক্যানিং মহকুমা হাসপাতালে সাপে কামড়ানো রোগীদের ক্যানিং মহকুমা হাসপাতালে নিয়ে এলে সেখানেই মৃত্যু হয় হালিমার। অন্যদিকে রেশমার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে বারুইপুর মহকুমা হাসপাতালে নিয়ে স্থানান্তরিত করা হয়েছে। সেলিমা বলেন, “ ঘুমের মধ্যেই মেয়েরা কেঁদে ওঠে। আলো জ্বালিয়ে দেখি বিছানায় সাপ। সেটাকে সরাতে গেলে আমাকেও কামড়িয়ে দেয়। এরপর সাপটা মেরে ফেলি। কিন্তু হাসপাতালে না এসে আগে এলাকার এক ওঝার কাছে গেছিলাম। তাই অনেক দেরি হয়ে গেল।” ক্যানিং মহকুমা হাসপাতালের সাপেকাটা রোগীদের বিশেষজ্ঞ চিকিৎসক সমরেন্দ্র নাথ রায় বলেন, “ আবারও প্রমানিত হল সাপে কামড়ানোর পর সময় নষ্ট করলে কি ক্ষতি হতে পারে। ওঝার কাছে গিয়ে সময় নষ্ট না করলে এই মৃত্যু হয়তো এড়ানো যেত।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *