গুয়াহাটি, ১৬ জুলাই (হি.স.) : ভূমিকম্পে কেঁপেছে অসমের গুয়াহাটি সহ সংলগ্ন অঞ্চল, মেঘালয়ের বিভিন্ন প্রান্ত এবং পাৰ্শ্ববৰ্তী বাংলাদেশ ও ভুটানের কিছু এলাকা। আজ রবিবার রাত ৭-টা ৫৩ মিনিট ৩৪ সেকেন্ডে সংঘটিত ভূমিকম্প রিখটার স্ক্যালে ৪.২ ধরা পড়েছে।
ন্যাশনাল সেন্টার ফর সিসমোলোজির প্রাথমিক তথ্যে জানা গেছে, ভূমিকম্পের কেন্দ্ৰস্থল ছিল অসম থেকে প্রায ২৫ কিলোমিটার দূরে মেঘালয়ের পশ্চিম খাসিপাহাড় জেলার ২৫.৬২ ডিগ্ৰি উত্তর অক্ষাংশ এবং ৯১.৩৬ ডিগ্ৰি দ্ৰাঘিমাংশের ১০ কিলোমিটার গভীরে। তবে ভূমিকম্পের ফলে কোনও ক্ষয়ক্ষতির খবর এ খবর লেখা পর্যন্ত পাওয়া যায়নি।