জগদলপুর, ১৫ জুলাই (হি. স.) : বিশাখাপত্তনম-কিরান্দুল প্যাসেঞ্জার ট্রেনের বগিতে অজ্ঞাত পরিচয় এক যুবকের মৃতদেহ উদ্ধার হয়েছে। শনিবার খবর পেয়ে ছত্তিশগড়ের বোধঘাট থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহটি উদ্ধার করে মৃত যুবকের পরিচয় জানার চেষ্টা করছে। তবে এখন পর্যন্ত নিহত যুবকের পরিচয় জানা যায়নি।
পুলিশের কাছ থেকে প্রাপ্ত তথ্য অনুসারে, শনিবার রেলের কর্মচারীরা পুলিশকে জানায়, বিশাখাপত্তনম-কিরান্দুল প্যাসেঞ্জার ট্রেনের বগিতে এক যুবক মৃত অবস্থায় পড়ে আছে। পুলিশ পৌঁছে ট্রেনের বগি থেকে দেহ উদ্ধার করে। পুলিশ মৃতদেহটি ময়নাতদন্তের জন্য মেকো হাসপাতালে পাঠিয়েছে। মৃতের ছবি প্রতিটি থানা ও ফাঁড়িতে পাঠিয়ে পরিচয় শনাক্ত করার চেষ্টা চলছে।