নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৫ জুলাই৷৷ দেবরের কোদালের আঘাতে গুরতর জখম বৌদি৷ ঘটনা শুক্রবার সন্ধ্যায় বিশালগড় থানাধীন পূর্বলক্ষীবিল এলাকায়৷ বর্তমানে গুরুতর আহত বৌদি রত্না বালা দেবনাথ জিবি হাসপাতালে মৃত্যুর সঙ্গে লড়াই করছে৷ ঘটনার বিবরণে জানা গেছে, পরিবারের বখাটে ছোট ছেলে জয়ন্ত দেবনাথের চালচলনে রীতিমত অতিষ্ঠ গোটা পরিবার৷ প্রায়শই তার হাতে আক্রান্ত হতে হয় দাদা, বৌদি এমনকি মাকেও৷ বৃহস্পতিবার একই ঘটনার পূনরাবৃত্তি হয়৷ কোনও একটি ঘটনাকে কেন্দ্র করে জয়ন্ত তার মাকে বেধরক মারধর করে৷ তারই প্রতিবাদ জানাতে শুক্রবার সকালে বড় পুত্রবধূ রত্না বালা দেবনাথকে সঙ্গে নিয়ে সাধনা বালা দেবনাথ বিশালগড় থানায় অভিযোগ জানাতে আসে৷ অভিযোগ জানিয়ে তারা দুজনে বাড়িতেও পৌছতে পারেনি৷ গেইটে প্রবেশ করা মাত্রই বৌদি রত্না বালা দেবনাথের মাথায় আচমকা কোদাল দিয়ে কূপ বসিয়ে দেয়৷ এতে গুরতর আহত অবস্থায় প্রতিবেশিরা তড়িঘরি তাকে উদ্ধার করে বিশালগড় মহকুমা হাসপাতালে নিয়ে আসে৷ রত্না দেবনাথের জখম গুরতর হওয়ায় হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসার পর তাকে জিবি হাসপাতালে রেফার করে দেন৷ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে৷ অভিযুক্তকে গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি উঠেছে৷