নয়াদিল্লি, ১৪ জুলাই (হি. স.) : শুক্রবার সুপ্রিম কোর্টে ফের পিছিয়ে গেল ডিএ মামলার শুনানি। ফলে আশাহত সরকারি কর্মচারীরা। কবে পরবর্তী শুনানি হবে, তা এখনও স্থির হয়নি।
ডিএ মামলা বারবার পিছিয়ে যাওয়ার ঘটনায় এদিন রীতমতো ক্ষোভ প্রকাশ করতে দেখা যায় রাজ্যের আইনজীবী অভিষেক মনুসিংভিকে। এদিন তিনি বলেন, ‘এর আগের শুনানিতে জানানো হয়েছিল, এবার চূড়ান্ত শুনানি হবে। তা সত্ত্বেও মামলা ‘মিসলেনিয়াস ডে’-তে তালিকাভুক্ত হয়েছে। এই মামলার চূড়ান্ত শুনানি হওয়া প্রয়োজন।’ তিনি আরও বলেন, কর্মচারীদের ডিএ দেওয়ার বিষয়টি সম্পূর্ণ রাজ্যের বিষয়। তবু এই বিষয়ে যখন শীর্ষ আদালতে মামলা হয়েছে তাই দ্রুত নিস্পত্তি হওয়া জরুরি।
মামলাকারীদের অভিযোগ, প্রতিবছরই কেন্দ্রীয় সরকার তাঁর কর্মচারীদের ডিএ দিলেও এ রাজ্যে দীর্ঘদিন ধরে কর্মচারীদের ডিএ বকেয়া রাখা হয়েছে। বকেয়া ডিএ’র পরিমাণ প্রায় ৪১ হাজার কোটি টাকা। ডিএ’র দাবিতে কলকাতার শহিদ মিনারে অনশনও করেন একাধিক সরকারি কর্মচারী। বারবার রাজ্যকে অনুরোধ করেও কাজ না হওয়ায় বকেয়া ডিএ’র দাবিতে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন সরকারি কর্মচারীদের একাংশ। ওই মামলায় দ্রুত বকেয়া মিটিয়ে দিতে গত বছর ২০ মে রাজ্যকে নির্দেশ দিয়েছিল কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ। কলকাতা হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে পালটা মামলা করে রাজ্য সরকার। এই পরিস্থিতিতে বারবার শুনানি পিছিয়ে যাওয়ায় বিরক্ত দু’পক্ষই।