নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুলাই৷৷ শুক্রবার কৈলাসহর মহকুমা বন দপ্তরের উদ্যেগে মহকুমা ভিত্তিক বনমৎসব অনুষ্টিত হয়৷ কৈলাসহর আর কে আই সুকলের ক্যাম্পাস হলে অনুষ্ঠিত হয় এই বনমহোৎসব৷ প্রদীপ প্রজ্জ্বলন করে এই অনুষ্ঠানের শুভ সূচনা করেন ঊনকোটি জেলা পরিষদের সভাধিপতি অমলেন্দু দাস৷ এই অনুষ্ঠানে জেলা পরিষদের সভাধিপতি অমলেন্দু দাস ছাড়াও উপস্থিত ছিলেন কৈলাশহর পুর পরিষদের চেয়ারপারসন চপলা রানী দেব রায় ,কৈলাসহর পুর পরিষদের ভাইস চেয়ারপারসন নীতিশ দে ,জেলা শিক্ষা আধিকারিক প্রশান্ত কিলিকদার ,,কৈলাশহর মহকুমা বন আধিকারিক হীরন জয় রিয়াং ,বিশিষ্ট সমাজসেবী অমৃত কুমার ভট্টাচার্য ,গৌরনগর বন অধিকারীক সুমন ভৌমিক সহ জাইকা প্রকল্পের কর্মকর্তারা৷ এই অনুষ্ঠানে আলোচনা করতে গিয়ে কৈলাশহর পুর পরিষদের চেয়ারপারসন চপলা রানী দেবরায় বলেন,,আমাদের জীবনে বনের ভূমিকা গুরুত্বপূর্ণ৷ বন ধবংসের কারণে নষ্ট হচ্ছে প্রাকৃতিক ভারসাম্য৷ গাছ শুধু লাগালেই হবে না একে রক্ষণাবেক্ষণ করতে হবে৷ সকল ছাত্র-ছাত্রীদের এই বিষয়ে নজর রাখতে হবে৷ অন্যদিকে জেলা শিক্ষা অধিকারিক প্রশান্ত কিলিকদার বলেন, শুধু বনমহোৎসব করলে হবে না, রাজ্যের সকল অংশের মানুষ বন রক্ষার জন্য এগিয়ে আসতে হবে৷ নির্বিচারে বাস কড়ুল কাটা বন্ধ করতে হবে৷ এছাড়াও অনুষ্ঠানে বিভিন্ন ধরণের সাংসৃকতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়৷ অনুষ্ঠানকে কেন্দ্র করে সকলের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা পরিলক্ষিত হয়৷