নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুলাই৷৷ কল্যানপুর থানাধীন গোবিন্দ চৌধুরী পাড়ায় বাড়ি থেকে প্রায় ১০০ মিটার দূরত্বের মধ্যে ২৪ বছর বয়সী বীরেশ কুমার দেববর্মা নামে এক যুবকের মৃতদেহ উদ্ধার হয়৷ ভোর আনুমানিক চারটা নাগাদ৷জানা গেছে কৃষি জমির পাশে উদ্ধার হওয়া এই মৃতদেহটির হাত-পা বাঁধা অবস্থায় পাওয়া গেছে৷ মৃতদেহের মধ্যে মাথা সহ শরীরের একাধিক জায়গায় আঘাতের চিহ্ণও রয়েছে৷
পরিকল্পিতভাবেই এই খুন সংঘটিত করা হয়েছে৷ ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে ছুটে গিয়ে মৃতদেহ উদ্ধার করে কল্যাণপুর হাসপাতালের মর্গে নিয়ে যাায়৷ ময়না তদন্তের পর পরিজনদের হাতে মৃতদেহ তুলে দেওয়া হয়৷ এলাকা সূত্রে খবর, মৃত যুবক বিরেশ দেববর্মার কারোর সাথে কোন পূর্ব শত্রুতা ছিলনা৷ তবে প্রায়শই সে অত্যধিক নেশাগ্রস্থ থাকতো৷
এর পেছনে কি রহস্য থাকতে পারে তা নিয়ে এলাকায় ব্যাপক গুঞ্জন শুরু হয়েছে৷ পুলিশ এই হত্যাকাণ্ডের সাথে জড়িত মৃত যুবকের বড় ভাইকে গ্রেফতার করেছে৷ ধৃত সরনজয় দেববর্মা স্বীকার করেছে পারিবারিক ঝামেলার কারণেই সে তার ছোট ভাই বিরেশকে খুন করেছে৷
এদিকে, একই থানাধীন অধুনিয়া এলাকাতে ৬৫ বছরের বৃদ্ধ সরণজয় দেববর্মার মৃতদেহ উদ্ধার হয়েছে৷ জানা গেছে গতকাল থেকেই নিখোঁজ ছিল৷ আজ বাড়ির কাছে একটা পুকুরের জলে ভাসমান মৃতদেহ উদ্ধার হয়৷ ঘটনাকে কেন্দ্র করে গোটা কল্যাণপুরে চাঞ্চল্য ছড়িয়েছে৷