নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুলাই৷৷ ধর্মনগর বিবেকানন্দ সার্থ শতবার্ষিকী ভবনে ধর্মনগরের বিধায়ক তথা ত্রিপুরা রাজ্য বিধানসভার অধ্যক্ষ বিশ্ববন্ধু সেনের উপস্থিতিতে অনুষ্ঠিত এক গুরুত্বপূর্ণ সভা৷ দলের কর্মী সমর্থকরা উপস্থিত ছিলেন৷ ধর্মনগর পুর পরিষদের চেয়ারপারসন প্রদ্যুৎ দে সরকার, বিশিষ্ট সমাজসেবী শ্যামল নাথ সহ অন্যান্যরা এই সময় উপস্থিত ছিলেন৷ উনিশে জুলাই রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা আসবেন ধর্মনগর মহকুমাতে৷ এখানে অনেকগুলি অনুষ্ঠানে যোগ দেবেন তিনি৷তাছাড়া রাজ্যভিত্তিক বনমহোৎসব এর আনুষ্ঠানিক উদ্বোধন করবেন বীর বিক্রম ইন্সটিটিউশনের ময়দানে৷ কদমতলায় ১৮ কোটি টাকা খরচ করে গড়ে তোলা হবে আগর ইন্ডাস্ট্রি৷ তার শিলান্যাস করবেন মুখ্যমন্ত্রী৷ এসব বিষয় নিয়ে বিস্তারিত তথ্য জানান বিধানসভার অধ্যক্ষ বিশ্ববন্ধু সেন৷ তাছাড়া দুপুর বারোটা নাগাদ ধর্মনগর শহরে ভারতীয় জনতা পার্টির কর্মকর্তারা একটি ধিক্কার মিছিল সংগঠিত করে৷বিধানসভার ভেতরে বিরোধী দলের বিধায়করা যে অশালীন আচরণ করেন তার পরিপ্রেক্ষিতে ধিক্কার মিছিল অনুষ্ঠিত হয়৷