BRAKING NEWS

ধর্মনগরে যাত্রা শুরু করল রিস্তা ডেভলাপমেন্ট ফাউন্ডেশন

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুলাই৷৷ ধর্মনগর পদ্মপুর এলাকায় রাধারমন আশ্রমের পাশে দ্বিতল ভবনে আজ থেকে রিস্তা ডেভলপমেন্ট ফাউন্ডেশন এর পথ চলা শুরু হলো৷ দুপুর দুটো নাগাদ রিস্তা ডেভলপমেন্ট ফাউন্ডেশন এর পক্ষ থেকে একটি সাংবাদিক বৈঠক অনুষ্ঠিত হয়৷ এই বৈঠকে উপস্থিত ছিলেন রিস্তা ডেভলপমেন্ট ফাউন্ডেশনের সিইও দেবাশীষ বিশ্বাস, অফিস হেড মিলি সরকার, জোনাল হেড জোনাল মাইতি, ব্রাঞ্চ ম্যানেজার রূপক নাথ সহ ধর্মনগর ব্রাঞ্চের সমস্ত কর্মীবৃন্দরা৷ সিও দেবাশীষ বিশ্বাস বলেন ,গ্রামের যে সকল মহিলারা রয়েছে তাদেরকে স্বশক্তিকরনের উদ্দেশ্যেই এই রিস্তা ডেভলপমেন্ট ফাউন্ডেশন সমস্ত ধরনের লোন ও সিএসপি প্রোভাইডার্স প্রদান করবে৷  অর্থাৎ  স্বল্পমাত্রায় সুদের হার দিয়ে টাকা বিনিয়োগ করবে ৷ লোনের মধ্যে থাকছে স্ব- সহায়ক দলের লোন, পাসর্োনাল লোন, বিজনেস লোন, কনস্ট্রাকশন লোন৷ তাছাড়া প্রত্যেকটি ব্রাঞ্চে নিজেদের বিদ্যালয় ২০ জন ছাত্র-ছাত্রীদের পড়াশোনা করানো হবে এবং তাদের মধ্য থেকে একজন মেধাবী ছাত্র বা ছাত্রীকে চাকরি না পাওয়া পর্যন্ত তার পাশে থাকবে রিস্তা ডেভেলপমেন্ট ফাউন্ডেশন৷ ত্রিপুরা রাজ্যে মোট পাঁচটি ব্রাঞ্চ পয়লা জুলাই ২০২৩ থেকে শুরু করা হয়েছে৷ আরো চারটি ব্রাঞ্চ ইতিমধ্যেই আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হবে৷ যে সকল ব্রাঞ্চ রয়েছে সেগুলি হল আগরতলা, খোয়াই, কৈলাশহর উদয়পুর এবং ধর্মনগর ঊধর্মনগর ব্রাঞ্চের আজ আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয় এবং এখানে বর্তমানে মোট রয়েছে ১৪ জন কর্মী আরো নিয়োগ করা হবে ঊ রিস্তা ডেভলপমেন্ট ফাউন্ডেশন শুরু হয় ২০১৫ সালে এখনো অব্দি নয়টি রাজ্যে তাদের ব্রাঞ্চ রয়েছে ঊ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *