BRAKING NEWS

বিশালগড়ে ইকো গাড়ি থেকে নেশা সামগ্রী উদ্ধার

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুলাই৷৷ বিশালগড় চেলিখলা নাকা পয়েন্টে ট্রাফিক পুলিশের হাতে আটক ইকো গাড়ি চালক সহ ৮ কাটুন এস্কপ জাতীয় নেশা সামগ্রী৷ ঘটনার বিবরণে জানা যায় বুধবার রাত ১০ঃ৩০ মিনিট নাগাদ আগরতলা থেকে  ইকো গাড়ি চেলিখলা হয়ে সোনামুড়া দিকে যাচ্ছিল৷ চেলিখলা নাকা পয়েন্টের সামনে আসতেই ট্রাফিক পুলিশের এএসআই শ্যামল দেববর্মা সহ বিশাল সিআরপিএফ জোয়ান গাড়িটিতে তল্লাশি চালিয়ে ৯ কাটুন এস্কপ উদ্ধার করতে সক্ষম হয়৷ পরবর্তী সময়ে গাড়ি সহ ৯ কাটুন  এস্কপ থানায় নিয়ে যাওয়া হয়৷ চালক মনু মিয়া, বাড়ি সোনামুড়া রাঙ্গামাটিয়া এলাকায়৷ তাকে আটক করে থানায় নিয়ে আসে  পুলিশ ও নিরাপত্তা কর্মীরা৷
জানা যায় বিশালগড় থানার নাকের ডগায় দিয়ে অনবরত নেশা সামগ্রী পাচারের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছে প্রতিনিয়ত৷অন্যদিকে কুম্ভ নিদ্রায় আচ্ছন্ন বিশালগড় থানার বড়বাবু আর ছোট বাবুরা৷ বিশালগড় থানার ট্রাফিক পুলিশের হাতে আটক এসস্কপ তুলে দেওয়া হয় পুলিশের হাতে৷ জানা গেছে সীমান্ত পথে বাংলাদেশে পাচারের উদ্দেশ্যেই এইসব নেশা সামগ্রী নিয়ে যাওয়া হচ্ছিল৷ ট্রাফিক পুলিশের তৎপরতায় তাদের সেই প্রচেষ্টা ব্যর্থ হয়েছে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *