নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুলাই৷৷ বন্য হাতির আক্রমণ প্রতি নিয়তই হচ্ছে রাজ্যে৷ গত রবিবার তেলিয়ামুড়া দশমী ঘাট এলাকার এক ব্যক্তি প্রাণ হারায়৷ নাম সুজিত বর্ধন৷ আজ প্রয়াত সুজিত বর্ধনের বাড়িতে যান পার্টির রাজ্য সম্পাদক মন্ডলীর সদস্য পবিত্র কর৷ তিনি প্রয়াত সুজিত বর্ধনের পরিবার-পরিজনদের সঙ্গে কথা বলে সমবেদনা প্রকাশ করেন৷ সঙ্গে ছিলেন সারা ভারত কৃষক সবার রাজ্য কমিটির সদস্য সুভাস নাথ, তেলিয়ামুরা মহকুমা কমিটির সম্পাদক হেমন্ত জমাতিয়া৷