নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুলাই৷৷ রাজ্যে কাজ করে নিজে এবং অন্যকেও সাবলম্বী হওয়ার সুযোগ করে দিয়ে নজির স্থাপন করছেন নন্দনগর সুকল চৌমুহনী এলাকার বাসিন্দা অজিত রুদ্র পাল৷ নন্দনগর সুকল চৌমুহনী এলাকার বাসিন্দা অজিত রুদ্র পাল নিজের উদ্যোগে বছর খানেক আগে বিশ্বকর্মা টেরাকোটা এন্ড পোটারি নামক একটি সংস্থা চালু করেন৷ সেখানে মেশিনের মাধ্যমে মাটির তৈরি বিভিন্ন রকমের সামগ্রী তৈরি করা হচ্ছে৷ এই সংস্থায় ১০-১২ জন মহিলা কাজ করে সাবলম্বী হচ্ছে বলে জানান সংস্থার কর্নধার অজিত রুদ্র পাল৷