BRAKING NEWS

কাজের সন্ধানে চেন্নাই গিয়ে নিখোঁজ যাত্রাপুরের যুবক

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১২ জুলাই৷৷  কাজের খোঁজে চেন্নাই গিয়ে নিখোঁজ যাত্রাপুরের যুবক!কাজের খোঁজে চেন্নাই গিয়ে নিখোঁজ হয়ে গেল সিপাহীজলা জেলার সোনামুড়া মহকুমার যাত্রাপুর থানার অন্তর্গত বছর বাইশের যুবক এছাক মিয়া!১৬ দিন হয়ে গেছে তবুও তার কোন খোঁজ পাওয়া যাচ্ছে না বলে জানিয়েছে পরিবারের সদস্যরা৷ কাজের খোঁজে অনেক যুবক যুবতী পাড়ি দিচ্ছেন ভিন রাজ্যে,আবার কেউ পাড়ি দিচ্ছে বিদেশে৷ কেউ কাজের সন্ধান করে রোজগার করে পরিবারকে সাহায্য করছে৷ আবার কেউ হারিয়ে যাচ্ছে নিজের অজান্তে৷ এর আগে অনেক যুবক যুবতী বহিরাজে নিখোজ হয়৷  এমনই একটি ঘটনা আবারো আমাদের সামনে উঠে আসলো৷ জানা যায় বহিরাজে কাজের সন্ধানে গিয়ে নিখোঁজ হয়েছেন এছাক মিয়া নামে (২২) বছরের এক যুবক৷ কাঠালিয়া ব্লকের অন্তর্গত উত্তর পাহাড়পুর গ্রাম পঞ্চায়েতের বাসিন্দা এছাক মিয়া, পিতা আব্দুল জলিল ! এছাক মিয়া দীর্ঘ পাঁচ বছর ধরে চেন্নাই ওআরই  হাইওয়ে রোড মামবাক্কাম শ্রীপেরামবুদুর কাঞ্চিপুর ডিস্টিকের শেখর পি নামে এক ব্যক্তির একটি রেস্টুরেন্টে কাজ করছে৷ এরমধ্যে চেন্নাই থেকে রমজানের ঈদের ছুটিতে বাড়িতে এসেছিল এছাক মিয়া (২২)৷ছুটি কাটিয়ে  আবার চেন্নাই চলে যায়৷ কিন্তু গত ২৬/৬/২৩ তারিখ থেকে নিখোজ হয়ে যায় এছাক মিয়া৷ জানা যায় ২৬ তারিখ তার মা তার সাথে মোবাইলে শেষ কথা বলেছিলেন৷ তারপর থেকে তার মোবাইল সুইস বন্ধ দেখাচ্ছে৷ এদিকে তার পরিবারের তরফ থেকে এছাক মিয়া যে রেস্টুরেন্টে কাজ করেছিল সেই রেস্টুরেন্টের মালিকের সাথে যোগাযোগ করলে মালিক বলেন, মালিকের কাছ থেকে পাওনা টাকা নিয়ে এছাক মিয়া ব্যাঙ্গালুর যাবে  বলে তাকে বলে৷ অন্যদিকে তার বন্ধুদের সাথেও যোগাযোগ করলে জানা যায় ,বন্ধুদের কাছেও  একই কথা বলে ব্যাঙ্গালোর যাবে বলে বলে৷নিখোঁজ যুবকের মা আঞ্জুমানারা বেগম জানান ২৬/০৬/২০২৩ ইং তারিখ থেকে ছেলে এছাক মিয়ার সাথে হঠাৎ করে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়৷ তারপর থেকে  বিভিন্নভাবে তার সাথে যোগাযোগ করার চেষ্টা করা হয়৷ কিন্তু কোন ভাবে তার সাথে যোগাযোগ এমনকি কোন সন্ধান বের করতে পারছে না৷ অবশেষে বাধ্য হয়ে যাত্রাপুর থানায় একটি নিখোঁজ ডাইরি করা হয়৷এদিকে নিখোঁজ ছেলের মা হন্য হয়ে এদিক ওদিক ছোটাছুটি করছে৷ অবশেষে বাধ্য হয়ে বুধবার সাংবাদিকের দ্বারস্থ হন এছাক মিয়ার মা৷ তিনি  রাজ্যের মুখ্যমন্ত্রী এবং পুলিশ  প্রশাসনের নিকট করুন আবেদন রাখেন তার সন্তানকে যাতে খুঁজে এবং ফিরিয়ে আনতে একটু সহযোগিতা করেন৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *