BRAKING NEWS

কমলাসাগরে কসবা মন্দিরে আশেপাশের দোকানে খাদ্য দপ্তরের অভিযান

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১২ জুলাই৷৷  কমলাসাগর মন্দির চত্বরে খাদ্য দপ্তরের অভিযান৷ বুধবার কমলা সাগর মন্দির চত্বররে খাবারের হোটেল এবং অন্যান্য দোকানগুলিতে  আচমকা হানা দেয় বিশালগড় মহাকুমা শাসক অফিসের খাদ্য দপ্তর এর আধিকারিকরা৷ প্রত্যেকটা দোকানের বিভিন্ন প্যাকেট জাতীয় খাদ্যের পাশাপাশি হোটেলের রান্নায় ব্যবহৃত গ্যাস সিলিন্ডার সহ হোটেল গুলির করার মশলা থেকে শুরু করে মাছ মাংস খতিয়ে দেখেন৷  বাজার কমিটির সহ-সভাপতি কৃষ্ণ চক্রবর্তীর দোকানে হানা দিয়ে বেশ কিছু মেয়াদ উত্তীর্ণ কোলড্রিংস এবং অনেকদিন আগের  ফ্রিজে রাখা মাছ এবং মাংসের সন্ধান পান৷ তাছাড়া বাজার কমিটির সেক্রেটারির নিকট আত্মীয়র দোকানে বেশ কিছু মেয়াদ উত্তীর্ণ খাবার সামগ্রী উদ্ধার করেন খাদ্য দপ্তরের কর্মীরা৷ এদিকে জানা যায় কমলাসাগর বাজার কমিটির কোন বৈধ রেজিস্ট্রেশন নেই৷ প্রশাসনের পক্ষ থেকে একাধিক বার বাজার কমিটিকে হুঁশিয়ারি দিলেও কমিটির হেলদোল নেই৷ খাদ্য দপ্তরের আধিকারিক জানান কমলা সাগর এবং সিপাহী জলার মুখ পর্যন্ত প্লাস্টিক জুন হিসেবে চিহ্ণিত করেছে প্রশাসন৷ তাই প্রত্যেকটা দোকানকে ১৫ জুন সময়সীমা বেঁধে  দেওয়া হয়েছে৷১৫ তারিখের পরে আর প্লাস্টিক ব্যবহার করা যাবেনা৷ অন্যদিকে কমলা সাগরের বেশ কয়েকটি দোকানের বৈধ নথিপত্র দেখাতে পারেনি৷ তাদেরকে আগামীকালের মধ্যে বৈধ নথিপত্র দেখানোর সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে এবং শ্রীকৃষ্ণ হোটেলের মালিকের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে  বলে জানান খাদ্য দপ্তরের কর্মকর্তারা৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *