BRAKING NEWS

সরকারি নির্দেশের মান্যতা দিচ্ছেন না প্রধান শিক্ষক

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১০ জুলাই৷৷ সরকারি নির্দেশের অবমাননা সরকারি বিদ্যালয়ে৷ বিগত কয়েক বছর আগে বিদ্যালয় শিক্ষা দপ্তর থেকে নোটিশ জারি করা হয়েছিল, যেখানে বলা হয়েছে এখন থেকে বিদ্যালয় কিংবা অন্যান্য অফিসে দেশের রাষ্ট্রপতির ছবি লাগাতে হবে৷ সেই মোতাবেক বিদ্যালয় শিক্ষা দপ্তরের প্রত্যেকটা প্রাথমিক থেকে উচ্চতর মানের সমস্ত বিদ্যালয়ে রাষ্ট্রপতির ছবি রয়েছে৷ কিন্তু মুঙ্গিয়াকামি বিদ্যালয় পরিদর্শক এর অধীনে হরিরাম সর্দার পাড়া এস বি সুকলে গিয়ে তা লক্ষ্য করা গেল না  রাষ্ট্রপতির ছবি৷ সব বিদ্যালয়ে রাষ্ট্রপতির ছবি থাকলেও  হলেও  অন্য চিত্র পরিলক্ষিত হয় হরিরাম সরদারপাড়া সিনিয়র বেসিক সুকলে৷ সে বিষয়ে বিদ্যালয়ের দ্বায়িত্ব প্রাপ্ত প্রধান শিক্ষক বিকাশ চৌধুরীর  কাছে জানতে চাইলে কোন সঠিক জবাব দিতে পারেননি৷ অনেকটা আমতা আমতা করে বিভিন্ন অজুহাতে বিষয়টিকে এড়িয়ে যাওয়ার চেষ্টা করেন৷ অন্যদিকে, বিদ্যালয়ের ছাত্র ছাত্রীদের শ্রেণীকক্ষের বিদ্যুৎ সংযোগ বেশ কয়েকদিন যাবৎ বিচ্ছিন্ন হয়ে রয়েছে৷ সে বিষয়েও তেমন উদ্যোগ নিতে দেখা যায়নি বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিকাশ বাবুকে৷ প্রচন্ড গরমের মধ্যেই ছাত্র ছাত্রীদের ক্লাশ করতে  হচ্ছে৷অথচ প্রধান শিক্ষকের রুমে বিদ্যুৎ সংযোগ বহাল৷ সে বিষয়ে তিনি অনেকটা বিদ্যুৎ দপ্তরের উপর দোষ চাপিয়ে দিয়েই নিজের দ্বায়িত্ব খালাস করতে চেয়েছেন৷ প্রধান শিক্ষকের এ ধরনের দ্বায়িত্বজ্ঞানহীন মনোভাবের ফলে ক্ষুব্ধ ছাত্র ছাত্রী সহ অভিভাবক মন্ডলী৷ অপরদিকে, এলাকার অভিভাবকরা চাইছে এ বিষয়ে এলাকার বিধায়ক তথা উপজাতি কল্যাণ দপ্তরের মন্ত্রী বিকাশ দেববর্মা নজর দিক৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *