নয়াদিল্লি, ১০ জুলাই (হি.স.) : মালদ্বীপের বিদেশমন্ত্রী আবদুল্লাহ শহীদ আগামীকাল ভারতে দুই দিনের (১১-১১ জুলাই) সরকারি সফরে নয়াদিল্লি পৌঁছাবেন। বিদেশ মন্ত্রকের মতে, শহিদের সফরটি উভয় পক্ষের উচ্চ পর্যায়ের সফরের ধারাবাহিকতাকে চিহ্নিত করে। এটি দুই দেশের মধ্যে দৃঢ় দ্বিপাক্ষিক সহযোগিতাকে আরও ত্বরান্বিত করবে বলে আশা করা হচ্ছে।
মালদ্বীপের বিদেশমন্ত্রী শহিদ পারস্পরিক স্বার্থের দ্বিপাক্ষিক, আঞ্চলিক ও আন্তর্জাতিক বিষয় নিয়ে আলোচনা করতে বিদেশমন্ত্রী ড. এস জয়শঙ্করের সঙ্গে দেখা করবেন। উভয় মন্ত্রী ভারতীয় অনুদান সহায়তার অধীনে প্রকল্প উন্নয়ন চুক্তি বিনিময়ও প্রত্যক্ষ করবেন। এছাড়াও, আরও নানা কর্মসূচী রয়েছে মালদ্বীপের বিদেশমন্ত্রী শহিদের এই সফরে ।