নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১০ জুলাই৷৷ খোয়াইয়ের সোনাতলায় অটো দুর্ঘটনায় দুজন কলেজ ছাত্রসহ ৬ জন আহত হয়েছেন৷ আহতদের মধ্যে দুজনকে আশঙ্কাজনক অবস্থায় জিবি হাসপাতালের স্থানান্তর করা হয়েছে৷ অপর চারজন খোয়াই জেলা হাসপাতালে চিকিৎসাধীন৷ খোয়াই শহরের উপর দিয়ে জাতীয় সড়ক তৈরি হবার পর থেকেই প্রতিদিন সড়ক দুর্ঘটনা লেগেই রয়েছে৷ দেখা গেছে ইতিমধ্যে জাতীয় সড়কে পথ দুর্ঘটনায় এখন পর্যন্ত দুজন মারা গিয়েছে৷ অন্যদিকে বিভিন্ন যানবাহন গুলি অতি গতিবেগে চলার দরুন প্রতিদিন খোয়াই এর. বিভিন্ন এলাকাতে পথ দুর্ঘটনা লেগেই রয়েছে৷ তেমনিভাবে সোমবার দুপুর ২ টা ৩০ মিনিট নাগাদ খোয়াই থেকে একটি. তিন চাকার অটো অটোটি খোয়াই গনকিস্থিত অটো স্ট্যান্ড থেকে ৬ জন যাত্রী নিয়ে. চেবরির উদ্দেশ্যে রওনা দিলে খোয়াই সোনাতলা মজুমদার পাড়া এলাকায় আসামাত্রই একটি গাড়িকে ওভারটেক করতে গিয়ে রাস্তার পাশে ধান ক্ষেতে উল্টে যায়৷ তাতে অটোতে থাকা ৬ জন যাত্রীই গুরুতর আহত হয়৷এর মধ্যে দুজনকে জিবি হাসপাতালে রেফার করা হয় গুরুতর অবস্থায়৷এরপর এলাকাবাসী অগ্ণি নির্বাপক দপ্তরকে খবর দেয়৷ পাশাপাশি দুর্ঘটনা স্থলে উপস্থিত জনগণ দুর্ঘটনায় আহত বেশ কয়েক জনকে অটাতে করে. খোয়াই জেলা হাসপাতালে নিয়ে আসেন৷ অগ্ণি নির্বাপক দপ্তরের গাড়িটি সেখান থেকে একজনকে নিয়ে আসে জেলা হাসপাতালে৷ আহতদের মধ্যে দুজন খোয়াই দশরথ দেব মেমোরিয়াল কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্রী৷ এরা হলেন পাপিয়া রুদ্র পাল ,বাড়ি চেবরি,জয়শ্রী দেব বাড়ি সোনাতলা,অজয় দাস, বাড়ি তবলা বাড়ি ও মনিকা দেব ধর ,. বাড়ি উত্তর রামচন্দ্র ঘাট৷ দুজনকে গুরুতর অবস্থায় জিবি হাসপাতালে রেফার করা হয়৷,অন্যদিকে মনিকা দেব ধর. এর ১২ বছরের কন্যাশ র্মিষ্ঠা ধর,হীরেন্দ্র চন্দ্র শীল ,বাড়ি সোনাতলা৷ আহতরা সবাই বাড়ির উদ্দেশ্যে যাচ্ছিল বলে জানা যায়৷বর্তমানে এরা খোয়াই জেলা হাসপাতালে চিকিৎসাধীন৷প্রত্যক্ষদর্শীরা জানান অটোটিতে একে তো ছিল অতিরিক্ত যাত্রী ,পাশাপাশি ছিল প্রচন্ড গতিবেগ৷ যার ফলে এই দুর্ঘটনা ঘটে ৷