জম্মু, ১০ জুলাই (হি. স.) : সোমবার জম্মুর পুলিশ পোস্ট রেসিডেন্সি রোডের কাছে একটি হোটেলে রহস্যজনকভাবে এক পর্যটকের মৃতদেহ পাওয়া গেছে। মৃতের নাম রবিন্দর শুক্লা (২৮) । তিনি উত্তরপ্রদেশের লখনউয়ের বাসিন্দা।
পুলিশ জানিয়েছে, হোটেলের কর্মীদের কাছ থেকে ফোন পেয়ে ঘটনাস্থলে গিয়ে হোটেলের একটি ঘর থেকে ওই পর্যটকের রহস্যজনক দেহ উদ্ধার হয়েছে। ময়নাতদন্তের জন্য দেহটি জিএমসি জম্মুর মর্গে পাঠানো হয়েছে।
পুলিশ আধিকারিক বলেন, তার মৃত্যুর কারণ এখনও নিশ্চিত হওয়া যায়নি। আমরা ময়নাতদন্তের রিপোর্টের জন্য অপেক্ষা করছি। এ বিষয়ে আরও তদন্ত চলছে বলে জানান তিনি।