পাথারকান্দি (অসম), ১০ জুলাই (হি.স.) : প্রতিভাবান নাট্যশিল্পীর খোঁজে নাট্যজন-এর উদ্যোগে তিনদিনের কর্মশালা শুরু হচ্ছে করিমগঞ্জ জেলার পাথারকান্দিতে। আগামী ২৮ জুলাই থেকে শুরু হবে এই কর্মশালা। শেষ হবে ৩০ জুলাই।
এ ব্যাপারে আজ রবিবার আয়োজক সংস্থা আহূত এক সাধারণ সভায় এই কমর্শালা আয়োজনের চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করা হয়। সভায় নাট্য কর্মশালা আয়োজনের ব্যাপারে একাধিক প্রস্তাবও গ্রহণ করা হয়েছে আজ।
সভা শেষে সাংবাদিকদের সাথে কথা বলতে গিয়ে আয়োজক মণ্ডলির কর্মকর্তারা জানান, নাট্য কর্মশালায় মাধ্যমিক-উত্তীর্ণ থেকে শুরু করে স্নাতক স্তরের পড়ুয়া ইচ্ছুক ছেলেমেয়েরা অংশগ্রহণ করতে পারবে। ইচ্ছুক প্রার্থীদের অবশ্যই আয়োজক সংস্থা পাথারকান্দি নাট্যজন-এর কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করে নির্দিষ্ট প্ৰপত্র পূরণ করে নির্ধারিত সময়ের মধ্যে তা সংস্থার কার্যালয়ে জমা করতে হবে।