গুয়াহাটি, ৯ জুলাই (হি.স.) : হরিয়ানার সোনিপাতের মদিনাগ্রামে এক ধানখেতে কৃষকদের সঙ্গে কংগ্রেস নেতা রাহুল গান্ধীর এক ভিডিও ভাইরাল হয়েছে। তা দেখে অসমের মুখ্যমন্ত্রী হিমন্তবিশ্ব শর্মা কটাক্ষ করে তাঁকে পরামর্শ দিয়েছেন, ‘গেট রিয়্যাল উইদাউট রিল’ (বাস্তবিক হোন, রিল নয়)।
‘রিল’ তৈরি করার জন্য প্রাক্তন সাংসদ কংগ্ৰেস নেতা গান্ধীকে কটাক্ষ করে আজ রবিবার মুখ্যমন্ত্ৰী ড. শৰ্মা তাঁর অফিশিয়াল টুইটার হ্যান্ডলে সেদিনের এক ভিডিও (রিল) আপলোড করে লিখেছেন, ‘‘রাজকুমারের আকস্মিক আকাঙ্ক্ষা এবং তাঁর হতাশা বাস্তবে পরিণত হওয়া হাস্যকর! কিন্তু আপনার উদ্যোগে আপনার টিম ফটো শ্যুট নেওয়ার পাশাপাশি ভিডিও তৈরি করেছে। ঈশ্বরের দোহাই, আমাদের অন্নদাতাদের মর্যাদাকে অবজ্ঞা করবেন না। নিজেকে ‘কৃষক’ হিসেবে জাহির করতে কৃষকদের হেনস্তা করাটা দুঃখজনক মিস্টার গান্ধী। রিল ছাড়া বাস্তব হোন।’’
কৃষকদের সাথে রাহুল গান্ধীর ভিডিওটিকে ‘অন্নদাতাদের মর্যাদাকে অবমাননাকর’ এবং ‘‘কৃষকের পোজ নিয়ে নিজেকে ‘কৃষক’ হিসাবে জাহির করে তাঁদের হেনস্তা করাকে দুঃখজনক’’ বলে অভিহিত করেছেন মুখ্যমন্ত্রী হিমন্তবিশ্ব।
উল্লেখ্য, গত ৮ জুলাই কংগ্রেস নেতা রাহুল গান্ধী সকাল ৬.৪৫টায় হরিয়ানার সোনিপাতের মদিনাগ্রামে তাঁর এসইউভি থেকে নেমে কৃষকদের অবাক করে দিয়ে তাঁদের জমিতে ধান রোপণ করে ট্র্যাক্টরে চাষ করেছিলেন। রাহুল যখন কৃষকদের কাছে যান, তখন তাঁকে কৃষকরা চিনতে পারেননি। কিন্তু পুলিশ ও নিরাপত্তা কর্মীদের এক দল মাঠে নামার পার কৃষকরা তাঁকে চিনতে পেরেছিলেন। গোটা ওই কার্যক্রমের ভিডিও তৈরি করা ছাড়াও ফটো শ্যুট করেছিলেন রাহুল গান্ধী।