বাকুঁড়া, ৯ জুলাই (হি. স.) ধর্মীয় চেতনার পাশাপাশি সামাজিক কর্মকান্ডে সামিল বাঁকুড়া শ্রীশ্যাম মহোৎসব সমিতি।মূমূর্ষূ রোগীদের সুচিকিৎসা ও হাসপাতালে রক্তের চাহিদা মেটাতে আজ কুচকুচিয়াস্হিত শ্যাম মন্দির প্রাঙ্গণে এক রক্ত দান শিবিরের আয়োজন করা হয়। ২৩ জন মহিলা সহ মোট ১২৩ জন রক্তদান করেন।
রক্তদাতাদের উৎসাহিত করতে এদিন শিবিরে হাজির হন বিশিষ্ট চিকিৎসক ডাঃ জিতেন্দ্র নাথ বন্দোপাধ্যায়, ডাঃশম্ভুনাথ সরাফ,ভলান্টারী ব্লাড ডোনার্স সোসাইটির সম্পাদক বিপ্রদাস মিদ্যা। সমিতির সম্পাদক বিজয় বাগেরিয়া ও সভাপতি রাজকুমার সুরেকা রক্তদানে এগিয়ে আসার জন্য রক্তদাতাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে।
সমিতির আহ্বায়ক দুর্গা প্রসাদ পোদ্দার জানান বিগত বছরগুলোতে ও রক্তদানের আয়োজন করা হয়েছে, এবার কয়েকজন যুবক যুবতী এই প্রথম রক্তদান করলেন।