আগরতলা, ৮ জুলাই (হি. স.) : পচিমবঙ্গে গণতন্ত্রকে হত্যা করা হচ্ছে। পঞ্চায়েত নির্বাচনে হিংসার খবরে উদ্বিগ্ন ত্রিপুরার মুখ্যমন্ত্রী অধ্যাপক (ডা.) মানিক সাহা এই মন্তব্য করেছেন। তেমনি, ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা সাংসদ বিপ্লব কুমার দেবও পশ্চিমবঙ্গে পঞ্চায়েত নির্বাচনে হিংসার ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন।
এদিন ত্রিপুরার মুখ্যমন্ত্রী অধ্যাপক(ডা.) মানিক সাহা এক টুইট বার্তায় বলেন, পশ্চিমবঙ্গ থেকে আসা মর্মান্তিক প্রতিবেদনে প্রতিফলিত হয়েছে সেখানে গণতন্ত্রকে হত্যা করা হচ্ছে। তৃণমূল কংগ্রেসের গুন্ডারা পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের শাসনামলে পঞ্চায়েত নির্বাচনে জনগণকে গণতান্ত্রিক উৎসবে অংশগ্রহণে বাধা দিচ্ছে এবং সহিংসতার মাধ্যমে উত্তেজনাপূর্ণ পরিবেশ তৈরি করছে। তিনি তৃণমূলের গুন্ডাদের দ্বারা সংঘটিত সহিংসতার তীব্র নিন্দা করেছেন এবং কীভাবে অবাধ, সুষ্ঠ এবং শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করতে হয় তা ত্রিপুরা থেকে শেখার জন্য মমতা বন্দ্যোপাধ্যায়কে আমন্ত্রণ জানিয়েছেন।
এদিকে, ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা সাংসদ বিপ্লব কুমার দেবও পশ্চিমবঙ্গে পঞ্চায়েত নির্বাচনে হিংসার নিন্দা জানিয়ে এক টুইট বার্তায় বলেন, পশ্চিমবঙ্গের পঞ্চায়েত নির্বাচনে বিজেপি কার্যকর্তাকে হত্যার ঘটনা অত্যন্ত নিন্দনীয়। গণতন্ত্রে হিংসার কোনো স্থান নেই। তাঁর দাবি, মমতা বন্দ্যোপাধ্যায়ের দল তৃণমূল কংগ্রেসের হিংসাশ্রয়ী রাজনীতি বিজেপির কর্মীদের দৃঢ় মনোবলকে ভাঙতে পারবে না। পশ্চিমবঙ্গে প্রতিটি নির্বাচনে মমতার নিষ্ঠুর চেহারা সামনে আসছে। একসময় নিজেদের বৌদ্ধিক এবং সমৃদ্ধ সংস্কৃতির জন্য সারা দেশে সম্মানিত পশ্চিমবঙ্গ আজ মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজনৈতিক ক্রুরতা এবং নিষ্ঠুরতার কারনে হিংসার রাজ্য রূপে পরিচিত হয়ে গেছে। কিন্তু জাতীয়তাবোধের চেতনায়, সুশাসনের লক্ষ্যে আমরা অঙ্গীকারবদ্ধ এবং ভারতীয় জনতা পার্টির কর্মীরা মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রত্যেক ক্রুরতার বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে লড়াই করে বাংলায় পুনরায় গণতন্ত্র প্রতিষ্ঠা করতে প্রতিজ্ঞাবদ্ধ, দৃঢ় প্রত্যয়ের সুরে বলেন তিনি।