BRAKING NEWS

অগ্ণিকান্ড থেকে অল্পতে রক্ষা জিবি হাসপাতালের ডায়লসিস বিভাগের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৮ জুলাই৷৷   শনিবার বড় ধরনের অগ্ণিকাণ্ডের হাত থেকে রক্ষা পেয়েছে জিবি হাসপাতালের ডায়ালিসিসি বিভাগ৷ এক বছরের মধ্যে এটি দ্বিতীয় অগ্ণিকান্ডের ঘটনা৷ বৈদ্যুতিক শর্ট-সার্কিট থেকে অগ্ণিকাণ্ডের ঘটনা বলে প্রাথমিকভাবে আশঙ্কা করা হচ্ছে৷ ঘটনাকে কেন্দ্র করে হাসপাতালের কর্মী থেকে শুরু করে ডায়ালিসিস করাতে আসা রোগী ও তাদের পরিবারের লোকজনদের মধ্যে তীব্র আতঙ্কের সৃষ্টি হয়৷ হাসপাতালের মত গুরুত্বপূর্ণ স্থানে এভাবে পরপর শর্ট সার্কিট হওয়ার ঘটনার জন্য নিয়মিত পরীক্ষা-নিরীক্ষা না করা এবং বৈদ্যুতিক সরঞ্জাম সংস্কার না করাকেই দায়ী করেছেন অনেকে৷ ঘটনার বিস্তারিত বিবরণে জানা যায়, আচমকা শনিবার জিবি হাসপাতালের ডায়ালিসিস বিভাগে অগ্ণিকাণ্ড ঘটে! তবে সচেতন থাকায় অল্পপেতে
বড়সড় অঘটন থেকে রক্ষা পেল হাসপাতাল৷জিবি হাসপাতালে ডায়ালিসিস বিভাগে জলের পাম্পের মধ্যে হঠাৎ করে বৈদ্যুতিক শট সার্কিট থেকে আগুন ছড়িয়ে পড়ে পুরো ঘরটিতে৷৷সেখানে কর্মরত স্বাস্থ্যকর্মীরা বিষয়টি দেখতে পেয়ে সঙ্গে সঙ্গে কুঞ্জবন দমকল কর্মীদের খবর দেয়৷৷  ঘটনাস্থলে ছুটে আসে দমকলের কর্মীরা এবং কিছুক্ষণের মধ্যেই আগুন নিয়ন্ত্রণে আনে৷৷ দমকলের এক কর্মী জানান যে সময় অগ্ণিকাণ্ডের ঘটনাটি ঘটে পাশেই একটি রুমেই চলছিল রোগীদের ডায়ালোসিস৷৷ যদি দমকলের কর্মীরা সঠিক সময় ঘটনাস্থলে না আসতো তাহলে বড় ধরনের দুর্ঘটনা ঘটে যাওয়ার সম্ভাবনা ছিল৷৷ আগুনের খবর ছড়িয়ে পড়তেই রোগীর পরিজনদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং প্রাণের ভয়ে সবাই হাসপাতালে বাইরে চলে আসে৷৷ আজ থেকে এক বছর আগে একই ধরনের অগ্ণিকাণ্ড সংঘটিত হয়েছিল ডায়ালিসিস ওয়ার্ডে৷৷ আজকে অগ্ণিকাণ্ড ঘটনা দ্বিতীয়বার৷ বারবার একই ধরনের অগ্ণিকাণ্ডের ঘটনা ঘিরে নিরাপত্তা নিয়ে প্রশ্ণ উঠেছে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *