নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৮ জুলাই৷৷ জাতীয় শিক্ষানীতির বিরুদ্ধে ছাত্র সংগঠনগুলিকে রাস্তার মোড়ে মোড়ে আন্দোলন গড়ে তুলতে হবে৷ নাহলে রাজ্যের শিক্ষা ব্যবস্থাকে পুঁজিপতিদের হাতে তুলে দিয়ে ধবংস করে দেবে সরকার৷ শনিবার ছাত্র-যুব ভবনে এসএফআই সদর বিভাগীয় কমিটির উদ্যোগে প্রয়াত অরুণ দেবের ৩৪ তম শহীদান দিবসে বক্তব্য রেখে একথা বলেন পুলেটব্যরোর সদস্য মানিক সরকার৷ তিনি এদিন শিক্ষা ব্যবস্থা নিয়ে আলোচনা করতে গিয়ে ছাত্র সংগঠন গুলির উদ্দেশ্যে বলেন, বর্তমান সরকার শিক্ষা ব্যবস্থা ধবংস করে দিয়েছে৷২৫ টি সাধারণ ডিগ্রী কলেজের মধ্যে মাত্র সাড়ে তিন শতাধিক কাছাকাছি অধ্যাপক রয়েছেন৷ কিন্তু কলেজের ছাত্র-ছাত্রীর সংখ্যা প্রায় এক লক্ষাধিক হবে৷ সুতরাং কলেজে অধ্যাপকের বড় ঘাটতি রয়েছে৷ সরকার সেই ঘাটতি মেটাতে কোন ভূমিকা নিচ্ছে না৷ বিষয়কেন্দ্রিক অধ্যাপক না থাকার কারণে ছাত্র-ছাত্রীরা কলেজ পরিবর্তন করছে, আবার বহু ছাত্রছাত্রী বিষয়কেন্দ্রিক অধ্যাপকের অভাবে বিষয় পরিবর্তন করে অন্য বিষয় নিয়ে পড়াশোনার করার চেষ্টা করছে৷ তিনি এদিন কলেজ গুলোর বর্তমান পরিস্থিতি সম্পর্কে সমালোচনা করে বলেন, কলেজগুলির মধ্যে নেই পানীয় জল এবং বিদ্যুতের সুবন্দোবস্ত৷ ফলে ভুগছে ছাত্র-ছাত্রীরা৷ এদিকে সরকার উচ্চশিক্ষায় নয়া জাতীয় শিক্ষানীতি কার্যকর করার নাম করে কলেজে ভর্তির ফি তিন শতাধিক টাকা থেকে এক ধাপে বৃদ্ধি করে ১,১০০-১২,০০ টাকা করে আদায় করছে৷ সরকার বিনামূল্যে পড়াশোনা করার সুযোগটুকু ছাত্র-ছাত্রীদের কাছ থেকে কেড়ে নেওয়ার চেষ্টা করছে৷ বেসরকারি পুঁজিপতিদের হাতে তুলে দিতে এ ধরনের প্রচেষ্টা কলেজগুলির মধ্যে সরকার চালু করেছে৷ এর বিরুদ্ধে ছাত্র সংগঠনগুলিকে নিছক আন্দোলন করলে চলবে না, বড়সড় আন্দোলন গড়ে তুলতে হবে সরকারের বিরুদ্ধে৷ তিনি আরো বলেন ছাত্র সংগঠনগুলিকে বসে না থেকে রাস্তার মোড়ে মোড়ে দাঁড়িয়ে মানুষকে অবগত করতে হবে কিভাবে রাজ্যের শিক্ষা ব্যবস্থাকে ধবংসের পথে ঠেলে দিচ্ছে সরকার৷এর বিরুদ্ধে সকলকে এগিয়ে আসার জন্য আহ্বান করতে হবে৷ কারণ এটা শুধু ছাত্র-ছাত্রীদের স্বার্থে আন্দোলন নয়, সব অংশের মানুষের স্বার্থে এবং ভবিষ্যৎ প্রজন্মের স্বার্থে এই আন্দোলন করতে হবে৷ পাশাপাশি শ্রী সরকার এদিন রক্তদান শিবির সম্পর্কে বলেন সকলকে নিয়মিত রক্তদান করতে হবে৷ শিবিরের মাধ্যমে সম্ভব না হলেও হাসপাতালে গিয়ে ধারাবাহিকভাবে রক্তদান করে মুমূর্ষ রোগীর জীবন বাঁচানোর জন্য দায়িত্ব নিতে হবে৷ পরবর্তী সময় রক্তদান শিবিরটি ঘুরে দেখেন পুলেটব্যরোর সদস্য মানিক সরকার৷ রক্তদাতাদের উৎসাহিত করেন এদিন৷ আয়োজিত রক্তদান শিবিরে এদিন এছাড়াও উপস্থিত ছিলেন এসএফআই রাজ্য সম্পাদক সন্দীপন দেব, টি এস ইউ রাজ্য কমিটির সাধারণ সম্পাদক সুজিত ত্রিপুরা সহ অন্যান্যরা৷ সকলে প্রয়াত অরুন দেবের প্রতি পুষ্পাঘ্য অর্পণ করে শ্রদ্ধা জানান৷