নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৮ জুলাই৷৷ দুর্নীতিতে জর্জরিত শাসক দল সমর্থিত বি এম এস -এর যুগ্ম সম্পাদক সন্তোষ দে৷ এই ধরনের দুর্নীতির জন্য তাকে বহিষ্কার করল বি এম এস এর ধলাই জেলা কমিটি৷ শনিবার বিজেপির ধলাই জেলা কার্যালয়ের কনফারেন্স হলে এক সাংবাদিক সম্মেলনের মধ্য দিয়ে সন্তোষ দে -কে অনির্দিষ্টকালের জন্য বিএমএস থেকে বহিষ্কার করা হয়৷
জানা যায় সন্তোষ দে অনেক দুর্নীতিতে যুক্ত৷ ২০২৩ বিধানসভা নির্বাচনের সময় বিজেপি থেকে গাড়ি নেওয়া হয়েছিল বিভিন্ন রাজনৈতিক অনুষ্ঠানের জন্য, বিজেপির নেতৃত্ব গাড়িগুলির ভাড়া দিয়ে দিলেও সন্তোষ দে গাড়ি চালকদের ভাড়া দেয়নি৷ এ বিষয় নিয়ে সন্তোষ দে -কে পার্টির তরফ থেকে অনেকবার বলা হলেও তিনি কর্নপাত করেননি দলীয় নির্দেশ৷ এমনকি এখন পর্যন্ত গাড়ির শ্রমিকদের বকেয়া ভাড়া রয়ে গেছে৷ বিভিন্ন আর্থিক আর্থিক দুর্নীতিতে যুক্ত থাকায় অনির্দিষ্টকালের জন্য বহিষ্কার করা হলো সন্তোষকে এবং সন্তোষের সাথে থাকা শ্যামল দেবনাথ ও শৈলেন পাল তাদেরকেও বহিষ্কার করা হয়৷ এদিকে শুক্রবার বাস জীপ চালক সংঘের একটি কমিটি গঠন করে সন্তোষ এবং তার দলবল৷ এই কমিটি ও অবৈধ বলে জানান বি এম এস এর নেতৃত্ব৷ এদিনের এই সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন বি এম এস এর ধলাই জেলার সভাপতি শান্তি দেববর্মা, জেলা সম্পাদক বিকাশ দাস, সদস্য নারায়ন দেবনাথ সহ অন্যান্য৷