BRAKING NEWS

জটিল রোগে আক্রান্ত যমজ কন্যার পাশে দাঁড়িয়ে মোহনপুর পুর পরিষদ ও স্বাস্থ্য দপ্তর

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৫ জুলাই৷৷  দীর্ঘদিন ধরেই জটিল রোগে আক্রান্ত জমজ কন্যা৷ ঘটনা মোহনপুরের তারানগর এলাকায়৷ অবশেষে জটিলরোগে আক্রান্ত দুই যমজ কন্যার পাশে দাঁড়িয়েছে মোহনপুর পুর পরিষদ ও স্বাস্থ্য দপ্তর৷ বুধবার মোহনপুর বিধানসভা কেন্দ্রের অন্তর্গত দক্ষিণ তারানগর গ্রামের বাড়িতে গিয়ে যমজ কন্যার বাবার হাতে পুর পরিষদের ৫১ হাজার টাকার চেক তুলে দিয়েছেন বিদ্যুৎমন্ত্রী রতনলাল নাথ৷দক্ষিণ তারানগরের  দীপক দাসের ১০ বছর বয়সী যমজ দুই কন্য জটিল রোগে আক্রান্ত৷ চার থেকে পাঁচ বছর ধরে তারা মারাত্মক শারীরিক সমস্যায় ভুগছে৷ জীবন বাঁচিয়ে রাখতে প্রতিদিন চারটি অক্সিজেন সিলিন্ডারের প্রয়োজন তাদের৷ প্রচুর দামী ওষুধও দুই বোনকে খেতে হয়৷ দীপক দাস  মাংস বিক্রি করে কোনো রকমে সংসার চালান৷ মেয়েদের চিকিৎসা  অত্যাধিক ব্যয়সাধ্য৷ এই অবস্থায় তার পাশে গিয়ে দাঁড়িয়েছে মোহনপুর পুর পরিষদ৷  বুধবার পুর পরিষদের ৫১ হাজার টাকার চেক দীপক দাসের হাতে তুলে দিয়েছেন মন্ত্রী রতনলাল নাথ৷ স্বাস্থ্য দপ্তর থেকে আরও সাহায্যের ব্যবস্থাও করে দিয়েছেন তিনি৷ দীপক দাসকে নিয়ে এদিন রতনলাল নাথ চলে আসেন জি বি হাসপাতালের এম এস অফিসে৷সেখানে হাসপাতালের ভারপ্রাপ্ত এম এস ডা: শংকর চক্রবর্তী ও স্বাস্থ্য সচিব উপস্থিত ছিলেন৷ রতনলাল নাথ জানিয়েছেন, আলোচনায় ঠিক হয়েছে স্বাস্থ্য দপ্তর বিনা পয়সায় যমজ বোনের প্রতিদিনের অক্সিজেনের ব্যবস্থা করবে৷ প্রয়োজনীয় ওষুধ দিয়েও দপ্তর সাহায্য করবে বলে মন্ত্রী জানান৷ মোহনপুর পুরো পরিষদ এবং মন্ত্রী রতন লাল নাথের এই সাহায্য পেয়ে পরিবারটি কৃতজ্ঞতা প্রকাশ করেছে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *