BRAKING NEWS

খোয়াইয়ের নিখোঁজ কিশোর উদ্ধার পানিসাগরে

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৫ জুলাই৷৷  উত্তর ত্রিপুরা জেলার পানিসাগর থেকে উদ্ধার হলো এক নিখোঁজ কিশোর৷ খোয়াইয়ের মধ্যগনকি গ্রাম পঞ্চায়েত এলাকার ঐ কিশোরকে তার পরিজনদের হাতে তুলে দিয়েছে পুলিশ৷ সংবাদ সূত্রে জানা যায়, ১ জুলাই খোয়াইয়ের তবলাবাড়ি থেকে নিখোঁজ হয়েছিলো মধ্যগনকি গ্রাম পঞ্চায়েতের অজয় শুক্ল দাসের ছেলে৷ বাড়ি থেকে বেরিয়ে সে হেঁটে তেলিয়ামুড়া রেলস্টেশনে পৌঁছায়৷ রেলে পানিসাগরে গিয়ে হোটেলে কাজ নেয় সে৷  নিখোঁজের ঘটনা  জানার পর খোয়াই থানার ওসি রাজকুমার জমাতিয়া বিভিন্ন থানাকে এ বিষয়টি  অবগত করেন৷ এই তথ্যের ভিত্তিতে পানিসাগর থানার ওসির নেতৃত্বে পুলিশ ঐ কিশোরকে উদ্ধার করে খোয়াই থানার হাতে তুলে দেয়৷ ছেলেকে কাছে পেয়ে স্বভাবতই খুশি গোটা পরিবার৷ বিশেষত ঘরের ছেলে ঘরে ফেরায় কিশোরের মায়ের চোখমুখে আনন্দের ছবি স্পষ্ট হয়ে ওঠে৷ বুধবার বিকেলে মা ও ছেলে সংবাদমাধ্যমের মুখোমুখি হন৷ কিশোরের মুখে তার পলায়নের কাহিনী শুনলে চমকে উঠবেন যে কেউ৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *