হাইলাকান্দি (অসম) ৪ জুলাই (হি.স.) : হাইলাকান্দি জেলায় মোবাইল ভেটেনারি ইউনিট চালু হয়েছে। জেলাশাসক নিসর্গ হিভারে মঙ্গলবার জেলা শাসকের কার্যালয়ে পতাকা নেড়ে দুইটি মেডিকেল ভ্যানের যাত্রা সূচনা করেন।
জেলার জনসাধারণ গৃহপালিত পশুর চিকিৎসার জন্য ১৯৬২ নম্বরে ফোন করলে এই মোবাইল ভেটেনারি ইউনিট থেকে পরিষেবা লাভ করতে পারবেন। এর অধীনে গৃহপালিত পশুর চিকিৎসার জন্য ফোন করলে ভেটেনারি ডাক্তারদের কাছ থেকে পরামর্শ পাওয়া যাবে।
পাশাপাশি পশুর কোন জটিল বা আশংকা জনক অসুস্থতার ক্ষেত্রে ভেটেনারি ভ্যানগুলি অসুস্থ পশুর নিকটে গিয়ে চিকিৎসা করার সংস্থান থাকবে এই মোবাইল ভেটেনারি ইউনিটে।