BRAKING NEWS

জগন্নাথ সুইমিং পুলের উদ্যোগে গঙ্গাপূজা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩ জুলাই৷৷  জয় জগন্নাথ সুইমিং সোসাইটি জগন্নাথ বাড়ি পার্কের উদ্যোগে দ্বিতীয়বারের মতো অনুষ্ঠিত  হয় সর্বজনীন গঙ্গা পূজা৷ মূলত জগন্নাথ বাড়ি পার্কে যারা যোগা প্রশিক্ষণ নেয় ,পাশাপাশি জগন্নাথ বাড়ির দীঘিতে যারা সাঁতার প্রশিক্ষণ নেয় তাদের উদ্যোগেই এই পুজোর আয়োজন৷ আজ এই গঙ্গা পূজায় উপস্থিত ছিলেন মেয়র দীপক মজুমদার ,কপর্োরেটর রত্না দত্ত ,কপর্োরেটর জাহ্ণবী দাস চৌধুরী, কপর্োরেটর অভিজিৎ সহ অন্যান্যরা৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *