BRAKING NEWS

ধর্মনগরে সামাজিক সংস্থার উদ্যোগে রক্তদান শিবির অনুষ্ঠিত

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩ জুলাই৷৷ উত্তর ত্রিপুরা জেলার ধর্মনগরের পদ্মপুর ক্লাবের উদ্যোগে ’সর্বোদয়’ মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক কৃতী ছাত্র ছাত্রীদের সংবর্ধনা অনুষ্ঠান ও রক্তদান শিবির  অনুষ্ঠিত হয়৷  উত্তর ত্রিপুরা জেলার জেলাসদর ধর্মনগর শহরের পদ্মপুর এলাকায় ধর্মনগরের পদ্মপুর ক্লাবের উদ্যোগে ’সবর্োদয়’ শীর্ষক একটি মনোজ্ঞ সাংসৃকতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়৷ যেখানে এই অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন ধর্মনগরের বিধায়ক তথা রাজ্য বিধানসভার অধ্যক্ষ বিশ্ববন্ধু সেন৷ এছাড়াও বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ধর্মনগর পুর পরিষদের চেয়ারপারসন প্রদ্যুত দে সরকার,  ধর্মনগরের বিশিষ্ট সমাজসেবী তথা পদ্মপুর ক্লাবের  সম্পাদক শ্যামল নাথ, ক্লাব সভাপতি প্রিয়তোষ নাথ সহ অন্যান্যরা৷ এই অনুষ্ঠানে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষায়
কৃতি ছাত্র ছাত্রীদের  ও ধর্মনগর শহরের অন্তর্গত ছাত্র ছাত্রী যারা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষায় বোর্ডে প্রথম থেকে দশম স্থানের মধ্যে নিজেরা স্থান  করে নিয়েছে সেই সকল ছাত্র ছাত্রীদের সম্বর্ধিত করা হয়৷পাশাপাশি  পদ্মপুর ক্লাব  রক্তদান শিবিরের আয়োজন করে৷ যেখানে প্রায় ৩০ জনের অধিক রক্তদাতা স্বেচ্ছায় এই  রক্তদান শিবিরে অংশগ্রহণ করেন৷ অধ্যক্ষ বিশ্ববন্ধু সেন বলেন শুধুমাত্র পড়াশোনায় ভালো নম্বর শেষ কথা নয়৷ সমাজের যুবকদের এবং ছাত্র-ছাত্রীদের সমাজ গঠনে এগিয়ে আসতে হবে৷তবেই একটি সুষ্ঠ সুস্বাস্থ্য সমাজ করা সম্ভব৷ তিনি যুবক-যুবতীদের এগিয়ে এসে সমাজ গঠনে অগ্রণী ভূমিকা নিতে আহ্বান জানান৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *