শিলচর (অসম), ২ জুলাই (হি.স.) : শিলচর বাইপাসে উদ্ধার হয়েছে অজ্ঞাতপরিচয় এক যুবকের মৃতদেহ। মৃতদেহ উদ্ধারকে কেন্দ্ৰ কৰে চাঞ্চল্য দেখা দিয়েছে কাশিপুর সোনাবাড়িঘাট বাইপাসের বাদ্রিপার এলাকায়। উদ্ধারকৃত যুবকের মৃতদেহের গলায় গামছা প্যাঁচানো রয়েছে, এতে তাকে পরিকল্পিতভাবে খুন করা হয়েছে বলে অভিযোগ উঠেছে।
আজ রবিবার সকালে লাশ উদ্ধারের খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় রংপুর পুলিশ। এর পর প্রশাসনিক ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে লাশের প্রাথমিক এনকুয়েস্ট করে তাকে উদ্ধার করে ময়না তদন্তের জন্য শিলচর মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠিয়েছে পুলিশ। ঘটনা সম্পর্কে কাছাড় পুলিশ তদন্ত শুরু করলেও প্রতিবেদন লেখা পর্যন্ত উদ্ধারকৃত মৃত যুবকের পরিচয় পায়নি পুলিশ।