হাজো (অসম), ২ জুলাই (হি.স.) : অসমের কামরূপ গ্রামীণ জেলার অন্তর্গত হাজোয় উদ্ধার হয়েছে বিপুল পরিমাণের মাদকদ্রব্য। ড্রাগস ভরতি ১০০টি সাবান কেস উদ্ধার করেছে হাজো পুলিশ। এর সঙ্গে দুই মাদক পাচারকারীকে গ্রেফতার করা হয়েছে।
জানা গেছে, অতিরিক্ত পুলিশ সুপার কল্যাণ পাঠকের নেতৃত্বে পুলিশের এক দল অভিযান চালিয়ে একটি ফরচুনার গাড়িতে তালাশি চালিয়ে বিপুল পরিমাণের ড্রাগস উদ্ধার করেছে। ফরচুনারের দরজার গোপন খোপ তৈরি করে তাকে ড্রাগসগুলি লুকিয়া পাচার করা হচ্ছিল। উদ্ধারকৃত ড্রাগসগুলির বাজারমূল্য প্রায় চার লক্ষ টাকা হবে বলে পুলিশ সূত্রে জানা গেছে।