গুয়াহাটি, ২ জুলাই (হি.স.) : কামরূপ গ্রামীণ জেলায় উদ্ধার হয়েছে ১১ কোটি টাকার হেরোইন। এর সঙ্গে পুলিশ গ্রেফতার করেছে তিন মাদক পাচারকারীকে।
আজ এসটিএস ডিআইজি পার্থসারথি মহন্ত জানিয়েছেন, পৃথক দুটি অভিযানে ৭০০ গ্ৰাম হেরোইন উদ্ধার করা হয়েছে। মাদক পাচারের অভিযোগে তিন জনকে গ্রেফতার করেছে পুলিশ। আন্তর্জাতিক বাজারে বাজেয়াপ্তকৃত হেরোইনগুলির মূল্য ১১ কোটি টাকা।
ধৃত তিনজনের বিরুদ্ধে নারকোটিক ড্রাগস অ্যান্ড সাইকোট্রপিক সাবসট্যান্সেস অ্যাক্ট, ১৯৮৫ (এনডিপিএস)-এর সুনির্দিষ্ট ধারায় গ্রেফতার করে তদন্ত শুরু করেছে সংশ্লিষ্ট থানার পুলিশ, জানান ডিআইজি পার্থসারথি মহন্ত।