BRAKING NEWS

মথা ছেড়ে বিজেপিতে যোগ দিলেন ১০৯ জন ভোটার

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২ জুলাই৷৷ তিপ্রামথা দলের প্রতি মোহ ভঙ্গ হয়ে জনজাতিরা ধীরে ধীরে ভারতীয় জনতা পার্টির গেরুয়া পতাকা তলে সামিল হচ্ছে৷ রবিবার হদ্রাই কমিউনিটি হলের   যোগদান সভা এমনটাই ইঙ্গিত বহন করে৷ রবিবার তেলিয়ামুড়া বিধানসভা কেন্দ্রের অন্তর্গত হদ্রাই এলাকায় হদ্রাই কমিউনিটি হলে এক যোগদান সভা হয়৷ রবিবারের এই যোগদান সভাতে ৪২ পরিবারের ১০৯ জন ভোটার বিজেপি দলে যোগদান করে৷ নবাগতদের দলে গেরুয়া পতাকা দিয়ে বরন করে নেন বিধায়িকা কল্যাণী সাহা রায়৷ তাছাড়া এদিনের এই যোগদান সভাতে উপস্থিত ছিলেন তেলিয়ামুড়ার বিজেপি নেতৃত্ব নিতীন কুমার সাহা, নন্দন রায় সহ অন্যান্যরা নেতৃত্ব৷ এদিনের এই যোগদান সভাতে উপস্থিত থেকে বিধায়িকা কল্যাণী সাহা রায় বলেন, সারা ত্রিপুরা রাজ্যের জনজাতিদের মধ্যে এখন একটা আওয়াজ উঠেছে, যারা ভারতীয় জনতা পার্টির দলের বাইরে রয়েছে তারা ভারতীয় জনতা পার্টিতে  যোগদান করবে৷ জনজাতিরা বুঝতে পারছে  গ্রেটার তিপ্রা ল্যান্ড কখনোই ত্রিপুরা রাজ্যে  সম্ভব নয়৷ তাছাড়া তিপ্রা মথা’’র সুপ্রিমো এখন নিজেও গ্রেটার তিপ্রা ল্যান্ডের কথা বলেন না৷ এখন উনার মুখে শোনা যায়, সংবিধানিকভাবে জনজাতিদের উন্নয়ন৷ আর  তা কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকার কখনোই অস্বীকার করে না৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *