নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩০ জুন৷৷ জুম চাষ করে ক্ষতির সম্মুখীন জুমিয়া পরিবার৷ ঘটনা ধলাই জেলার প্রত্যন্ত গন্ডাছড়া মহকুমার পঞ্চরতন ভিলেজের রামলোচন পাড়ায়৷ গন্ডাছড়া মহকুমার পঞ্চরতন ভিলেজের রামলোচন ভিলেজের বাসিন্দা বাবু জয় রিয়াং তার আড়াই কানি টিলা ভূমিতে জুম চাষ করেন৷ কিন্তু এই বছর সময় মতো বৃষ্টিপাত না হওয়ার কারণে জুম ফসলের ব্যাপক ক্ষতি হয়৷ তিনি আরো জানান জুম ক্ষেতে ধান চাষের পাশাপাশি মক্কা, মিষ্টি কুমোর, মামরা প্রভৃতি রকমারি ফল, সবজিও চাষ করেন৷ কিন্তু এই বছর অনাবৃষ্টির কারণে জুমের ফলন ভালো হয়নি৷ স্বাভাবিক ভাবেই এই বছর জুম চাষ করে অর্থনৈতিকভাবে ক্ষতির মুখে পড়তে হয়৷ তিনি আরো জানান ৮ জন ছেলে-মেয়ে সহ তাদের ১০ জনের পরিবার৷ দরিদ্র সীমার নিচে বসবাসকারী এই জনজাতি পরিবারটি শুধুমাত্র জুম চাষের উপর নির্ভরশীল৷ এবছর জুম ভালো না হওয়ার কারণে আগামী কিছু দিনের মধ্যে তাদের সংসারে নেমে আসবে দুর্বিষহ অবস্থা৷ এমত অবস্থায় কঠিন পরিস্থিতি থেকে বাঁচার জন্য তিনি সরকারের কাছে সাহায্য সহযোগিতার আর্জি জানান৷