কুলগাম, ২৭ জুন (হি.স.) : জম্মু ও কাশ্মীরের কুলগাম জেলার হুওয়ারা এলাকায় এনকাউন্টার চলাকালীন নিরাপত্তা বাহিনীর হাতে এক সন্ত্রাসী নিহত হয়েছে। এনকাউন্টারে একজন পুলিশ কনস্টেবল আহত হয়েছেন। সঙ্গে সঙ্গে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এক কর্মকর্তা এ তথ্য জানিয়েছেন।
এই আধিকারিক বলেছেন, হুওরা গ্রামে সন্ত্রাসীদের উপস্থিতির সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে সেনাবাহিনী, পুলিশ এবং সিআরপিএফ কর্মীরা রাতে অভিযান শুরু করে। এ সময় সন্ত্রাসীরা নিরাপত্তা বাহিনীর ওপর গুলি চালায়। এর পরই এনকাউন্টার শুরু হয়। গভীর রাতে ঘন আঁধারের কারণে সংঘর্ষ বন্ধ হয়ে যায়। কর্মকর্তার মতে, মঙ্গলবার সকালে নিরাপত্তা বাহিনী সন্ত্রাসীদের আত্মসমর্পণের জন্য সতর্ক করে। কিন্তু তিনি রাজি না হওয়ায় উভয় পক্ষ থেকে গোলাগুলি শুরু হয়। এ সময় নিরাপত্তা বাহিনীর বুলেটে এক সন্ত্রাসী নিহত হয়। ঘটনাস্থল থেকে অস্ত্র ও গোলাবারুদও উদ্ধার করা হয়েছে। সন্ত্রাসীদের বিরুদ্ধে নিরাপত্তা বাহিনীর অভিযান চলছে।