BRAKING NEWS

জুলাইয়ের শেষে পশ্চিমবঙ্গের ৬ সহ ১০টি আসনে রাজ্যসভার নির্বাচন, ঘোষণা জাতীয় নির্বাচন কমিশনের


নয়াদিল্লি, ২৭ জুন (হি.স.) : পঞ্চায়েত নির্বাচন মিটলেই রাজ্যসভার ৬ আসনে ভোট। মঙ্গলবার বিজ্ঞপ্তি জারি করে জানিয়ে দিল জাতীয় নির্বাচন কমিশন। জুলাই মাসের ২৪ তারিখে ভোটগ্রহণ। শুধু পশ্চিমবঙ্গ নয়, একইদিনে গোয়ার ১ ও গুজরাটের ৩ রাজ্যসভা আসনেও ভোট হবে।

জুলাই মাসে পশ্চিমবঙ্গ থেকে রাজ্যসভার ৬ আসন ফাঁকা হচ্ছে। এর মধ্যে রয়েছে ডেরেক ও ব্রায়েন, দোলা সেন, প্রদীপ ভট্টাচার্য, সুস্মিতা দেব, শান্তা ছেত্রী এবং সুখেন্দুশেখর রায়ের আসন। এদিকে গোয়ার লুইজিনহো ফেলেইরো পদত্যাগ করায় তাঁর আসনটিও ফাঁকা রয়েছে। সেই আসনটিও এবার পূর্ণ হতে পারে। তবে এই আসনটিতে কোনও প্রতিদ্বন্দ্বীতা হবে না। ভোটের অঙ্ক বলছে, ৬টি আসনের মধ্যে ৫টি থাকবে তৃণমূলের। কংগ্রেসের দখলে থাকা প্রদীপ ভট্টাচার্যের আসনটি যাবে বিজেপির দখলে।

তৃণমূল সূত্রে খবর, অধিকাংশ আসনেই পুরনোদেরই মনোনীত করা হবে। তবে একটি আসনে হয়তো মুখ বদলাতে পারে বলেও অসমর্থিত সূত্রের খবর। সেক্ষেত্রে নতুন মুখ কে হবে তা অবশ্য পঞ্চায়েত ভোটের পরই সিদ্ধান্ত নেবে তৃণমূলের শীর্ষ নেতৃত্ব। এদিকে গোয়ার লুইজিনহোর বদলে কাকে রাজ্যসভায় পাঠায় তৃণমূল সেদিকেও নজর রাকা হবে। লোকসভা নির্বাচনকে পাখির চোখ করে ভিনরাজ্যের কাউকে দল থেকে মনোনয়ন দেওয়া হয় কি না সেদিকেও নজর থাকবে রাজনৈতিক মহলের। এদিকে বঙ্গ বিজেপি কাকে মনোনয়ন দেয় তা নিয়েও দ্বন্দ্ব থাকছে। ওয়াকিবহাল মহলের ধারনা, বঙ্গ বিজেপিকে চাঙ্গা করতে মিঠুন চক্রবর্তীকে মাঠে নামিয়েছে গেরুয়া শিবির। তাঁকেও রাজ্যসভায় পাঠাতে পারে বিজেপি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *