নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৪ জুন৷৷ ইসকন মিশন পরিচালিত ভক্তি বেদান্ত ন্যাশনাল সুকলের উদ্যোগে শনিবার আগরতলায় এক রক্তদান শিবির অনুষ্ঠিত হয়৷ রক্তদান শিবির কে কেন্দ্র করে ধর্মপ্রাণ মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা পরিলক্ষিত হয়৷ ইসকনের রথযাত্রা উৎসব উপলক্ষে ইসকনের ভক্তিবেদান্ত ন্যাশনাল সুকলের উদ্যোগে শনিবার আগরতলায় রক্তদান শিবির অনুষ্ঠিত হয়৷ এই মহতী রক্তদান শিবিরের আয়োজন করা হয় জগন্নাথের মাসির বাড়িতে৷ রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন মন্দির কর্তৃপক্ষ সহ অন্যান্যরা৷ এদিন রক্তদান শিবিরের উদ্দেশ্য ও মাহাত্ম্য সম্পর্কে বক্তব্য রাখতে গিয়ে ইসকন মিশনের কর্মকর্তারা বলেন রাজ্যের ব্লাড ব্যাংক গুলিতে রক্তের সংকট নিরসনের লক্ষ্যেই ভক্তিবেদান্ত ন্যাশনাল সুকলের পক্ষ থেকে রথযাত্রা উৎসব উপলক্ষে এই রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছে৷ তারা বলেন অনেক সময় গরীব অংশের মানুষ যাদের পক্ষে রক্তের যোগান দেওয়া সম্ভব নয় তারা রক্তের অভাবে উপযুক্ত চিকিৎসা করাতে পারছেন না৷ তাদের পাশে দাঁড়ানোর লক্ষ্যেই ভক্তি বেদান্ত ন্যাশনাল সুকল এই রক্তদান শিবিরের আয়োজন করেছে৷ ভবিষ্যতেও তাদের এ ধরনের উদ্যোগ অব্যাহত থাকবে বলে তারা জানিয়েছেন৷