নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৩ জুন৷৷ মহারানী তুলসীবতী বালিকা বিদ্যালয়ে নার্সারি ক্লাস, ল্যাবরেটরি রুম, এবং বিশুদ্ধ পানীয় জলের উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী ডঃ মানিক সাহা৷ মহারানী তুলসী পুতি বালিকা বিদ্যালয়ে প্রাথমিক বিভাগে অত্যাধুনিক শিক্ষা ব্যবস্থার অঙ্গ হিসেবে শুক্রবার ল্যাবরেটরী রুম ও বিশুদ্ধ পানীয় জলের ব্যবস্থার আনুষ্ঠানিক উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী ডঃ মানিক সাহা৷ এদিন এই ব্যবস্থার আনুষ্ঠানিক উদ্বোধন করে মুখ্যমন্ত্রী বলেন মহারানী তুলসীবতী বালিকা বিদ্যালয়টি রাজ আমলে গড়ে উঠেছিল৷ এর ইতিহাস সম্পর্কে বর্তমান ও ভবিষ্যৎ প্রজন্মকে জানতে হবে৷ মুখ্যমন্ত্রী বলেন ভবিষ্যতে কি হবে তা হয়তো আমরা এখন জানি না ,কিন্তু বর্তমানে এমন কিছু কাজ করে যেতে হবে যা ভবিষ্যৎ প্রজন্ম মনে রাখে৷ মহারানী তুলসীবতীর নাম অনুসারে এই বিদ্যালয়টি নারীদের শিক্ষার প্রসারের জন্য তৎকালীন রাজ আমলে প্রতিষ্ঠিত হয়েছিল৷ এই ইতিহাস ভুলে গেলে চলবে না৷ প্রসঙ্গক্রমে মুখ্যমন্ত্রী বলেন বর্তমান সরকার শিক্ষার প্রসার ও অত্যাধুনিক শিক্ষা ব্যবস্থা চালু করার জন্য নানা পরিকল্পনা হাতে নিয়েছে৷ অত্যাধুনিক সুযোগ সুবিধাগুলি যাতে ছাত্রছাত্রীরা ভোগ করতে পারে সেদিকে সকলকে সচেতন থাকার উপর তিনি গুরুত্ব আরোপ করেন৷এদিন এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে এলাকার কপর্োরেটের রত্না দত্ত সহ দপ্তরের সচিব, দপ্তরের অধিকর্তা ও সুকলের প্রধান শিক্ষক প্রমুখো উপস্থিত ছিলেন৷