BRAKING NEWS

এইডস সহ বিভিন্ন রোগের স্ক্রিনিং উত্তর জেলা স্বাস্থ্য দপ্তরের উদ্যোগে

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৩ জুন৷৷   এইডসের পাশাপাশি  যক্ষা ,হেপাটাইটিস সহ বিভিন্ন রোগের স্ক্রিনিং টেস্ট করতে উদ্যোগী হয়েছে  উত্তর জেলা স্বাস্থ্য দপ্তর৷এইডস রোগের পাশাপাশি বিভিন্ন উপসর্গ যথা যক্ষা হেপাটাইটিস ম্যালেরিয়া সহ যেসব বিভিন্ন রোগ প্রভাব বিস্তার করছে তা নিয়ে রাজ্য তথা দেশের স্বাস্থ্য দপ্তর উদ্বিগ্ণ৷ বিশেষ করে জেলের কয়দিদের মধ্যে এর প্রভাব বেশি লক্ষ্য করা যাচ্ছে৷ তাই স্ক্রীনিং টেস্ট করতে উদ্যোগী হয়েছে স্বাস্থ্য দপ্তর৷ এই উদ্যোগকে সামনে রেখে ধর্মনগর উত্তর জেলা হাসপাতালে এক সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয়৷ এই সাংবাদিক সম্মেলনে স্বাস্থ্য দপ্তরের পক্ষে উপস্থিত ছিলেন ভিডিও ডক্টর রাহুল পুরকায়স্থ এবং দায়িত্বপ্রাপ্ত চিকিৎসক ডক্টর সুনেত্রা শর্মা৷ উত্তর জেলায় মোট ৮৫১ জন এইচআইভি আক্রান্ত রোগী রয়েছে৷ উত্তর জেলায় দুটি সাব জেল রয়েছে৷ তার মধ্যে ধর্মনগরে রয়েছে ১০৪ জন কয়েদি এবং কাঞ্চনপুরে রয়েছে ১২ জন কয়েদি৷ আগামী ২৬ জুন ধর্মনগর সাব জেলে এই স্ক্রীনিং টেস্টের উদ্বোধন করবেন উত্তর জেলা সভাধিপতি ভবতোষ দাস৷ দুটি এনজিও  ও অনন্যা সমাজসেবী সংগঠন এবং কল্যাণী সমাজসেবী সংগঠন ৫ জুলাই থেকে এই স্ক্রিনিং টেস্টে এগিয়ে আসবে বলে স্বাস্থ্য দপ্তরের পক্ষ থেকে জানানো হয়েছে৷ উল্লেখ্য সারা রাজ্যের মধ্যে উত্তর জেলার দামছড়াতে এইচআইভি আক্রান্ত রোগের সংখ্যা তড়িৎ গতিতে বৃদ্ধি পাচ্ছে শুধুমাত্র ড্রাগস ব্যবহারের কারণে৷ সরকারি এবং বেসরকারি সামাজিক সংস্থাগুলি এই ড্রাগস বন্ধ করা এবং যুবক-যুবতীদের এইচআইভি সংক্রমণ থেকে রক্ষা করার জন্য আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছে৷ তবে এখন পর্যন্ত তেমন কোনো সন্তোষজনক ফল পাওয়া যায়নি৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *