হাফলং (অসম), ২০ জুন (হি.স.) : বৃষ্টি উপেক্ষা করে হাফলঙের রাজপথে জগন্নাথ–সুভদ্রা ও বলভদ্রের রথের দড়ি টানতে সহস্রাধিক ভক্তের সমাগম ঘটেছে।
টানা বর্ষণের পর আজ মঙ্গলবার সকাল থেকে হাফলঙের আকাশ পরিষ্কার ছিল। কিন্তু দুপুরের দিকে আবার শুরু হয় বৃষ্টি। তবে বৃষ্টির মধ্যেই হাফলং শহরের ১১২ বছরের প্রাচীন জগন্নাথ মন্দির থেকে জগন্নাথদেব, বলভদ্র ও সুভদ্রাকে নিয়ে শুরু হয় রথযাত্রা। বৃষ্টি উপেক্ষা করে সহস্রাধিক পুরুষ ও মহিলা ভক্ত শামিল হন রথের দড়ি টানতে।
জগন্নাথদেবের রথ হাফলং জগন্নাথ মন্দির থেকে বের হয়ে সমগ্র শহর পরিক্রমা করার পর জগন্নাথ বলভদ্র ও সুভদ্রাকে নিয়ে যাওয়া হয় হাফলং রামঠাকুর সেবাশ্রমে মাসির বাড়িতে্য আগামী সাত দিন সেখানেই থাকবেন জগন্নাথ বলভদ্র ও সুভদ্রা। এই সাত দিন রামঠাকুর সেবাশ্রম মন্দির প্রাঙ্গণ উৎসবমুখর হয়ে উঠবে, চলবে পূজার্চনা, নাম সংকীর্তন ও মহাপ্রসাদ বিতরণ। উল্টো রথের দিন পুনরায় জগন্নাথ বলভদ্র ও সুভদ্রাকে নিয়ে আসা হবে জগন্নাথ মন্দিরে।
এদিকে আজ রথযাত্রা উপলক্ষ্যে হাফলং জগন্নাথ মন্দিরে প্রচুর ভক্তের সমাগম ঘটে। দুপুরে ভক্তদের মধ্যে বিতরণ করা হয় মহাপ্রসাদ। অন্যদিকে হাফলং শহরে মঙ্গলবার হাফলং জগন্নাথ মন্দির, হাফলং গৌড়ীয় মঠ ও হাফলং গোবিন্দ মন্দির থেকে মোট তিনটি রথ বের হয়ে শহর পরিক্রমা করে। সব মিলিয়ে এক উৎসবমুখর পরিবেশের মধ্যে হাফলং শহরে উদযাপিত হয় রথযাত্রা।