কোচবিহার, ২০ জুন (হি. স.) : চরম উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে সূচনা হল কোচবিহারের মদনমোহনের রথযাত্রা উৎসব। রাজ আমলের পরম্পরা ও রীতি মেনে মঙ্গলবার বিকালে বৈরাগী দিঘির ধারে মদনমোহন মন্দির থেকে মূল মদনমোহন সহ তিন মদনমোহন ও তাঁর আশেপাশের বিগ্রহদের সুসজ্জিত ঐতিহ্যবাহী কাঠের রথে তোলা হয়।
এদিন মন্দিরের পুরোহিত শিবকুমার চক্রবর্তী রথের উপরে কোলে করে মদনমোহনকে নিয়ে বসেন। তিথি মেনে বিকাল ৫টা নাগাদ রাজ পরিবারের ধর্মীয় প্রতিনিধি অজয় কুমার দেববক্সী রথের দড়ি ধরে টান দেন। এরপরই রথ মদনমোহনকে নিয়ে গুঞ্জবাড়িতে মাসির বাড়ির উদ্দেশ্যে রওনা হয়। হাজার হাজার ভক্ত রথের দড়ি টেনে মদনমোহনকে মাসির বাড়িতে নিয়ে যান। মদনমোহন বাড়ির সামনে রথের দড়িতে টান দেন কোচবিহার পুরসভার চেয়ারম্যান রবীন্দ্রনাথ ঘোষও। দেবত্র ট্রাস্ট বোর্ডের রাজ পুরোহিত হীরেন্দ্রনাথ ভট্টাচার্য বলেন, রাজ আমলের নিয়ম ও পরম্পরা মেনে বাবা মদনমোহন আজ এখান থেকে মাসির বাড়িতে রওনা হলেন। আগামী সাতদিন তিনি গুঞ্জবাড়ি মাসির বাড়িতে থাকবেন। আগামী মঙ্গলবার বিকালে তিনি ফের মাসির বাড়ি থেকে নিজের মন্দিরে ফিরে আসবেন। অন্যদিকে, গুঞ্জবাড়ি মাসির বাড়িতে মদনমোহনের আগমন উপলক্ষ্যে গুঞ্জবাড়ি চৌপথি চত্বরে রথের মেলা বসেছে। মদনমোহন সেখানে থাকাকালীন সাতদিন ধরে এই মেলা চলবে।