BRAKING NEWS

ত্রিপুরা বডি বিল্ডার এসোসিয়েশন সভাপতির ছেলের জনমদিন উপলক্ষে রক্তদান  শিবির

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুন৷৷ ত্রিপুরা বডি বিল্ডার্স এন্ড ফিটনেস অ্যাসোসিয়েশনের  সভাপতি তনয় দাসের সুযোগ্য পুত্র বিপ্রজিত দাসের  ১০তম জন্মবার্ষিকী উপলক্ষে  সোমবার রবীন্দ্র শতবার্ষিকী ভবনে রক্তদান শিবির অনুষ্ঠিত হয়৷ রক্তদান বর্তমানে সামাজিক অনুষ্ঠানে পরিণত হয়েছে৷ জন্মদিন বিবাহ বার্ষিকী ঈশ্বর হও নানা অনুষ্ঠানেও রক্তদান শিবির সংঘটিত করা হচ্ছে৷ এ ধরনের মহতী কার্যকলাপের মধ্য দিয়েই মানুষের মানসিক বিকাশের সুস্পষ্ট বার্তা সমাজে প্রতিফলিত হচ্ছে৷ এধরনেরই এক রক্তদান শিবি র অনুষ্ঠিত হলো রবীন্দ্র শতবার্ষিকী ভবনে৷ ত্রিপুরা বডি বিল্ডার্স এন্ড ফিটনেস অ্যাসোসিয়েশনের  সভাপতি তনয় দাসের সুযোগ্য পুত্র বিপ্রজিত দাসের  ১০তম জন্মবার্ষিকী উপলক্ষে সোমবার রক্তদান শিবির সংগঠিত করা হয়৷ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের  ক্রীড়া যুব কল্যাণ দপ্তরের মন্ত্রী টিংকু রায়৷ রক্তদান শিবির পরিদর্শনকালে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মন্ত্রী টিংকু রায় এ ধরনের উদ্যোগের প্রশংসা করেন৷ তিনি বলেন আমাদের রাজ্যে জনসংখ্যা কম হওয়ায় বছরে ৪০ থেকে ৪২ইউনিট রক্ত দান করলেই যথেষ্ট৷ রক্তের চাহিদা পূরণে সকলকে এগিয়ে আসার জন্য তিনি আহ্বান জানিয়েছেন৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *